আমি এখন যে প্রতিষ্ঠানে জব করছি তা দু বছররে বেশি হলো। এর্কজন সমাজ উন্নয়ন কমী হিসেবে নিজের পরিচয় দিতে সত্যিই র্গববোধি করি আর আজীবন এ পরিচয়েই বড় হতে চাই। কিন্তু সমস্যা হলো এ ধরনরে প্রতিষ্ঠানে মালিক (তথাকথিত) রা নিজেদের যদি সমাজ উন্নয়নর কমী না ভবে শুধু ব্যাক্তি উন্নয়ন র্কমী বা আত্ম র্স্বাথিিদ্ধর কথা ভাবনে তাহলে সমাজসবো আস্তকুঁড়েই থেকে যায় কিংবা যাবে।
আমার মর্তো খটেে খাোয়া সমাজকমীদরে প্রতি আহবান, "আসুন, আপনার বুদ্ধদীপ্তি পরশ্রমেি এ দশরেে দুঃস্থ মানুষদরে প্রকৃর্ত কল্যান জোতীয় ো আন্তজাতকি সহায়তাগুলো যথাযথভাবে ব্যাবহার কর,ি প্রয়োজনে তথাকথতি মালকি (???) দরে তোযাক্কা না করে কংবাি জনসম্মুখে তাদরে চহোরা তুলে ধরে হলোে দায়ত্বি পালন করুণ"।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




