কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও মডেল-অভিনেত্রী-গায়িকা মিথিলা। আজ ৩০ এপ্রিল দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক নুসরাত জামানের তত্ত্বাবধানে কন্যা সন্তানের জন্ম দেন মিথিলা। তাহসান ও মিথিলার কন্যা সন্তানের নাম রাখা হয়েছে আইরা তেহরীম খান। তাহসান-মিথিলা দম্পতির ঘরে প্রথম সন্তান হিসেবে পা রাখল আইরা।
এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে। তবে বাসায় ফিরতে আরও দু’তিনদিন সময় লাগতে পারে। এদিকে কন্যা সন্তান হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাহসান বলেন, মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণ হয়েছে। অনেক বেশি ভাল লাগছে। সবাই মা ও মেয়ে দুজনের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, মা হওয়ার আগে বেশ কয়েক মাস ধরে মিডিয়ার কাজ থেকে দূরে ছিলেন মিথিলা।
তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন
------------প্রথম আলো থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


