শুষ্ক মরুর বুকে আমি এক বিষাক্ত বৃশ্চিক,
বহন করে চলেছি বিষের আধার,
জন্ম জন্মান্তর।
আমি অস্পৃশ্য এক কীটমাত্র।
ঘৃণাই হয়তো শুধু যার প্রাপ্য।
চলেছি ছুটে দংশন করার লক্ষ্যে,
দিকবিদিক নিরন্তর।
সমগ্র শরীরে প্রবাহিত বিষের তাড়নায়;
কখনো কখনো -
প্রাণচাঞ্চল্যহীন বিবশ হয়ে পড়ি।
গতি হয় মন্থর।
ক্লান্তি ভুলে আবার জেগে ওঠা।
ছুটে চলা ফের শিকারপানে।
কাউকে করি বিষের অংশীদার।
বিষ যাতনা সেও কিছটা নিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




