একটা সময় ছিলো, যখন সময়ের সাথে আমি রসিকতা করেছি। আর এখন সময় আমাকে নিয়ে রসিকতা করছে। জীবনের এই পর্যায়ে এসে আমি ভাবছি আমি কতটা ঋণগ্রস্থ হয়ে পড়েছি। দেনা পাওনার হিসেব কিছুতেই মিলছেনা। পেয়েছি অনেক, নিয়েছিও অনেক,প্রতিদানে কিছুই দেইনি।ভালোবাসা পেয়েছি অনেক,দিতে পেরেছি খুব কম। সভাবজাত রূড় আমি খুব কমই প্রকাশ করতে পেরেছি আমার ভেতরকার লুকিয়ে থাকা ভালোবাসা। আমি ঋণী! ঋণ আমায় আষ্ঠেপৃষ্ঠে বেধে ফেলেছে।আমি ঋণী আমার মায়ের কাছে, আমি ঋণী বাবার কাছে, আমি ঋণী ভাইয়ের কাছে,আমি ঋণী বন্ধুত্ব্বর কাছে, আমি ঋণী আমারি প্রতিক্ষায় থাকা আমার সেই কিশোরী প্রেমিকার কাছে। আমি ঋণী সমাজের কাছে,জীবনের কাছে। সরবোপরি আমি ঋণী সৃষ্টিকর্তার কাছে।
আমি জানিনা কিভাবে শোধ হবে এই ঋণ।
তবে এটুকু জানি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে এ ঋণ কখনোই শোধ করা যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




