আগেই কইয়া রাখতাসি; মেয়েদের উত্তর কি হইবো আগে থেকেই আমার জানা আছে। তাই আপনারা (মেয়েরা) এটা কষ্ট কইরা না পরলেই ভালো।
মূল কথা:
কি করবো কি করবো না, পুরাপুরি কনফিউজ! যেইটারে বউ বানাবো বলে ঠিক করসি, সে কোনো রান্নাই পারে না!
সেইদিন বাসায় যাওয়ার পর বললাম, আমারে চা খাওয়ায়। সাফ জানিয়ে দিলে সে রান্নাবান্নার ধারে কাছে ঘেঁষে না! পারে না!
ভাবলাম ঢং করছে। একটু দুঃখিত স্বরে বললাম, 'তাই বলে তুমি আমারে চা খাওয়াইবা না!'
'আচ্ছা, আমি আম্মাকে বলে আসছি।'
'আম্মা কেন? তোমার হাত নাই।' একটু শাসনের ভঙ্গীতে বললাম।
'আচ্ছাহ্। যাচ্ছি।' ঠোঁট ফুলিয়ে রান্না ঘরে গেলো।
পাক্কা ৩০মি. পরে দুই কাপ চা নিয়ে আসলো। হেভ্ভী চেহারা, অতীব সুগন্ধ!
আমাকে এক কাপ দিয়ে অন্য কাপটা একটু দূরে সরিয়ে রাখলো। অতি আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো।
বুঝলাম। আমার মন্তব্য শুনতে চাইছে। আমি সাধারনভাবেই চায়ে চুমুক দিলাম। আমার সাধারনত দশঘাটে চা খাওয়া হয়। তাই ভালোহোক খারাপ হোক, চায়ের সাথে আমি মানিয়ে নিতে পারি।
কিন্তু... এটা কি????? লিকার কই? চিনি কই? আর স্বাদ এইরকম ক্যানরে বাপ! এখন কিছু বললেই দুই চোখ দিয়ে ক্যাটস এন্ড ডগস নামবে। দেঁতো হাসি দিয়ে ওষুধ মনে করে এক ঢোকে খেয়ে ফেললাম।
'জটিল চা হইসে!'
সাথে সাথেই সে নিজের চায়ে মুখ দিলো। এক চুমুক দিয়েই 'ওয়াক!' করে উঠলো। তারপরেই 'ভ্যাঁএএএ.....'
আমি এখন কি করবো?
কিন্তু তারপরেও সমস্যা থেকেই যায়। পাবলিক কি কইবো?
আমি আমার ভবিষ্যত সমস্যা নিয়া বড়াই চিন্তায় আছি।
আপনারা কোন সমাধান দিতে পারবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




