বাংলাদেশ রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে সক্রিয় ভুমিকার কারনে তৎকালীন রংপুর জেলার সৈয়দপুরে রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালে ১৫ এপ্রিল(পহেল বৈশাখ )পাকিস্হানী হানাদার বাহিনী ও তাদের দোসর বিহারিদের যৌথ পৈশাচিক ও বর্বরোচিত আক্রমনে প্রৌকশলী ফজলুর রহমান,উনার স্ত্রী হোসনে আক্তার (এনজিও প্রশিক্ষিকা)এবং বড় তিন ছেলে মোস্তাফিজুর রহমান মনজু,হাসিনুর রহমান,আজিজুর রহমান নির্মমভাবে শহীদ হন।
হোসনে আক্তার (এনজিও প্রশিক্ষিকা)কে বেনেট চার্জ করে নরপশুরা মাটিতে জীবন্ত পৌতে ফেলে।
একে দিন নরপশুরা সৈয়দপুরে আরো আগণিত দেশপ্রেমিকে হত্যা করে।
আসুন সবাই মিলে এসব মহান শহীদের বিদেহী আত্যার মাগফেরাত কামনা করি।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




