মানুষ জীবিকার জন্য নানা যায়গায় যায় উহা দেশে হোক কিম্বা বিদেশে হোক । কিন্তু তাবলীগ যারা করে তারা কোন কারন ছাড়াই মাসের পর মাস পরিবার পরিজন সবাইকে ছেড়ে চইলা যায় নানা প্রান্তে । ইহা কতটুকু যুক্তিযুক্ত ?
আল্লাহ পাক বলেন " তোমরা নিজেকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকেও বাচাও ।" কিন্তু দেখা যায় নিজের পরিবারের লোকজন কে হারাম এ মশগুল রেখে চলে যায় অন্যের পরিবার ঠিক করতে । যা আল্লাহ পাক উনার আদেশের সরাসরি বিপরিত ।
দেখা যায় ওই ব্যক্তির স্ত্রীর নিষেধ থাকা সত্তেও এরা বাইরে চলে যায় । তাবলিগে যেয়ে ই পুরুষ দেখা যায় ঠিকমত খোজ-খবর অও নেয়না ।ওই নারী হয় বিরক্ত । আবার স্ত্রী দেখা যায় বেপর্দা হয় , টিভি দেখে , নাচ-গান করে অর্থাৎ অনেক হারাম কাজে মশগুল থাকে । যার ফলে এক সময় উক্ত নারী পরপুরুষের সাথে জড়িয়ে যায় । ছেড়ে চলে যায় তাবলীগ করা বেক্তিকে । সেই থেকে বলা শুরু চইলা গেলে তাবলীগে বউ নিয়ে যাইব পাবলিকে ।
ইহা হয়ত অনেকে মানতে চাইবেনা ।কিন্তু একটা কথা তো এমনি এমনি আসেনা । আমি তাদের অনুরোধ করবো তারা তাদের আশেপাশের যারা তাবলীগ করে তাদের ব্যপারে একটু ভালোভাবে খোজখবর নিতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



