কষ্ট কিনবেন কষ্ট......হরেক রকম কষ্ট......
লাল-নীল,সাদা-কালো কষ্ট......।।
হরেক রকম কষ্ট নিয়ে এসেছি তোমার কাছে
কষ্ট তুমি পেতে চাইলে এসো আমার কাছে
লাল-নীল আর সাদা-কালো কোনটা তোমার চাই
ঠিক ঠিক ঠিক বল তোমায় কষ্ট দিয়ে যাই...
লাল রঙা কষ্ট পেতে ভালবাসো একজনকে
নিজের স্বার্থে লাগলে আঘাত ভাঙবে তোমার মনকে,
অন্যকোন মন পেলে ভাই বাজবে তোমার ঘন্টা
আস্তাকুরে ফেলবে ছুড়ে তোমার ভাঙা মনটা,
ভয় পেলে ভাই, ভয় পেলে ভাই, অন্য কষ্ট চাও?
হরেক রকম কষ্ট আছে কনটা নেবে নাও...
নীল রঙের কষ্ট পেতে বিশ্বাস কর মানুষ
তোমার আস্থা উড়িয়ে দিতে বানাবে রঙিন ফানুস,
তোমার স্বপ্ন ভেঙে-চুরে গড়বে নিজের ভিত্তি
বিশ্বাস কর মানুষকে ভাই এইতো মনের আর্তি,
নীল রঙের কষ্ট পেতে এরকো জুরি নাই
হরেক রকম কষ্ট আছে কোনটা নেবে ভাই??
কালো রঙের কষ্ট পেতে ভালোবাস এই দেশটা
রাজনীতিবিদ লোকগুলো সব হবে তোমার স্রষ্টা,
রাজাকাররা দেশ চালাবে, মারবে চাবুক কষে
উঃ শব্দটি করলে পরে মারবে পায়ে পিষে,
কাল রঙের কষ্ট পেতে দেশপ্রেমিক হও
হরেক রকম কষ্ট আছে কোনটা নেবে নাও...
সাদা রঙের কষ্ট তুমি পেতে যদি চাও
রাত্রিবেলা চুপটি করে রাস্তায় চলে যাও
ঘুমিয়ে থাকা লোকগুলো সব এই দেশেরই প্রাণ
এদের শুষে হচ্ছে ধনী রাজাকার,বেঈমান
সাদা রঙের কষ্ট পেতে এদের কাছে যাও
হরেক রকম কষ্ট আছে কোনটা নেবে নাও... ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


