কয়েক দিন আগে ফেইসবুকে লিখেছিলাম Google Chromium Operating System টা ডাউনলোড করছি। ডাউনলোড করার আগে চিন্তা করছি যে গুগল এর Operating System না জানি কি! এর আগে ইন্টারনেট এ অনেক ব্লগ পড়ছি এই Operating System নিয়া ।এটা নাকি অনেক fast Operating System যায় হোক ইন্সটল করলাম অনেক ধৈর্য ধারন করে(

)।এরপর লগইন উইন্ডো আসলো জিমেইল Account দিয়া লগইন করলাম,কইরা দেখি (

) Google Chrome browser এ আমার মেইল ওপেন হয় সাথে আর ও কিছু উইন্ডো খোলে কিন্তু আর কিছু পাই না খুইজ্জা কি করি এখন(

)মেজাজটা বিগড়াইয়া গেলো(

)।আমার পিচ্চি ভাই(সে আবার কম্পিউটার বিষয়ে মহা পন্ডিত

) বলল Google Chromium একটা ফালতু Operating System বাথরুমে ব্যবহারযোগ্য। এই Operating System এর একটা কপি কইরা blank diskএ ঢুকাইয়া ছোটদের ব্যবহৃত প্যাম্পারে মোড়াইয়া উচু জায়গায় তুইলা রাখা উচিত।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৩