ঘুম আসে না !! রাত জেগে জেগে অভ্যাসটা আসলে খারাপই হয়ে গেছে। রাত জাগার আনন্দটা একবার পেয়ে গেলে ঘুমানোর কথা আর মাথায়ই আসে না আসলে। পরের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস করতে হবে এটা জানার পরও দেখা যায় ফেসবুক, মেসেঞ্জার আর ব্লগের জালে আটকা পড়ে আমি মহানন্দে নির্ঘুম রাত্রি যাপন করে যাচ্ছি। এবং তার থেকেও বড় কথা হল, এভাবে প্রতিদিন জাগতে আমার ভালই লাগে, খুব বেশি টায়ার্ড না হলে ২টার আগে ঘুমাব এটা ভাবতেও পারি না। আর ফ্রেশ থাকলে তো কথাই নাই, ভোর ৭টা পর্যন্ত ও দেখা যায় জেগে থাকি। মানুষজন তখন ঘুম থেকে উঠে, আর আমি ঘুমাতে যাই !! মজা !! মজা !!
এইসব অভ্যাস হয়েছে গত ২ বছরে। জীবনে বড় কিছু ধাক্কা খাওয়ার পর অভিমানে নির্ঘুম রাত কাটাতাম প্রতিদিন। আমার বেচারা বালিশকে বিরক্ত করে ফেলতাম অনবরত আমার চোখের নালিশে। কাঁদতে কাঁদতে যে কোন ফাঁকে সকাল হয়ে যেত টেরও পেতাম না। কিন্তু ২ বছর অনেক সময়। অনেক কিছু বদলে গেছে এর মাঝে। ছোট ছোট কারণে দুঃখ পেয়ে ঠোঁট উলটে কান্না শুরু করে দেয়া পাগলী মেয়েটা বেশ বড় হয়ে গেছে। ইদানিং বড়-সড় ধাক্কা খেলেও কেন যেন গায়ে লাগে না আর। মনে হয়, আরে ব্যাপার না !! এমনই তো হবার কথা। পাত্তা দেয়ার টাইম নাই !! কাছের মানুষজনদের অনেককেই দেখি রীতিমত মন খারাপ করে আছে আমার এই পরিবর্তনে। আমাকে নাকি অচেনা লাগে। মজাই পাই শুনে। আমার দীর্ঘ ২ বছরের পরিশ্রম তাহলে সফল কিছুটা !! মনে মনে সাবাশ দেই নিজেকে। ভালই লাগে এখন আমার। কেমন যেন একটা গা-ছাড়া ভাব নিয়ে আসতে পেরেছি নিজের মধ্যে। কোন কিছুতেই কিছু লাগে না। কেউ সাথে থাকলে ভাল, না থাকলেও সমস্যা নাই। আগের কথা মনে পড়লে ইদানিং হাসিই পায় মাঝে মাঝে। কত্ত পাগল ছিলাম আমি।
ভাল আছি এখন। নিজেকে নিয়ে আছি, নিজের মত আছি। নিজের যা ভাল লাগে তাই করি। বহুত শুনেছি অন্যদের কথা, এখন সব বাদ। এখন যেমন খুশি তেমন বাঁচ সিস্টেম চালু করে দিলাম। যখন যা করতে মন চায় তাই করি। কি আনন্দ !!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



