মানুষ বড়ই অদ্ভুত জীব। ভালোবাসা যখন পায়না তখন কাঙ্গাল হয়ে থাকে। আর যখন পেয়ে যায় তখন তাঁর মূল্য দিতে পারে না। ভেবে নেয়, "এ ভালোবাসা তো আমার পাবারই কথা, এটার জন্য আবার মূল্য দিতে হবে কেন?"
নিজের উপর মাঝে মাঝে রাগ হয় খুব। আমার ভাগ্যটাই খারাপ। একটা তোকে বারবার হারাতে হয়। একটা তুই অন্য রূপে বারবার ফিরে আসিস। আর আমি বার বারই ভুল করি।
আমার শূন্য হাতটা শূন্যই আছে, শূন্যই থাকবে। ভালোবাসা ভাগ্যে লিখে আনিনি হয়তো। তাই বারবার ব্যর্থ হই।
কষ্ট লাগে, অনেক কষ্ট। হিসেব মেলে না কোন কিছুর জানিস ?? খারাপ লাগার সময়টায় খুব করে আবোল তাবোল বকতে ইচ্ছে করে কারও কাছে। একদম আবোল তাবোল। মনে হয়, আমি শুধু বলি, আর মানুষটা শুনুক। আর আমাকে আদর করে বলুক, "সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও" ... আর এই কথা শোনা মাত্র আমি শান্ত হয়ে যাব। বলে নারে, কেউ বলে না। কেন এমন হয় ?? মেলে না, হিসেব মেলে না।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



