
প্রথম প্রেমের চিঠির জবাবে পেয়েছিলাম-
"বানানের প্রতি যত্ন নিও। আমার কবিতা পছন্দ।
কবিতা লিখে আরেকটা চিঠি লিখবে?''
সে কি কসরত,রাত দিন এক করে
হেলাল সুনীল জীবন তন্ন তন্ন করে লিখেছিলাম প্রথম কবিতা!
তুমি তা পড়লে হাসলে;
ছিঁড়ে আকাশে উড়িয়ে বললে -
কবিতাটি শুধু আমার তাই চাই না আর কেউ পড়ুক এ জন্মে!
আচ্ছা বরফের শহরে তুমি আজকাল
কার কবিতা পড় বুকে মখমল জড়িয়ে?
২৭ হচ্ছে আমার আজ।
আমি আজও কবিতা লিখি...
তবে প্রথম কবিতার মতো শিহরণ পাই না!
কত নারীর চোখ ছুঁয়ে লিখেছি কবিতা,
পাজর ছুয়ে একেছি শব্দের ছক ভুলে গেছি।
শুধু ভুলতে পারি না-
"বানানের প্রতি যত্ন নিও। আমার কবিতা পছন্দ"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


