অামি ছাই লিখতে পারি না একদম।বাংলায় টাইপের কথা মনে হইলেই গায়ে জ্বর অাসে। িকন্তু পড়তে একটুকু কষ্ট হয় না।(ক্লোজআপহাসি) প্রিয় লেখকদের লেখা পড়ার জন্য , কমেন্টস গুলা পড়ার জন্য মনটা অাকুপাকু করে । লেখাগুলা কখনো হাসায়, কখনো মন খারাপ করে দেয়, কখনো বা (খাইয়ালামু)
সেইদিন দেখা হইলো অসম্ভব সুইট, মিশুক, হাসিখুশি মাশিদ অাপুর সাথে । সময় কম ছিলো ঠিকই কিন্তু ভােবর অাদান প্রদানে কোন ঘাটতি পড়ে নাই তাতে।
এতোদিন কই ছিলা রে তুমি? মজার ব্যাপার হইলো দুইজনই দুইজনরে একবারেই চিনছি। তা অাবার রাস্তার দুই প্রান্ত থেকে । ব্যাপারটা খুবই মজার। অাপুটারে অামার কি যে পছন্দ হইছে..............
তুমি চইলা গেলে খারাপ লাগবে.
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৭ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



