খামাখা বইসা অাছি তাই ভাবলাম একটু ব্লগাই । দিন দুনিয়া ভাল না । অাজকাল খাইতে, দাইতে, চলতে, ফিরতে কোন কিছুতে শান্তি নাই।অাহা রে দুনিয়া। অাগে বাঙালীর কি দিন ছিলো!! বইয়ে কত পড়ছি সেই গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ কাহিনী। নিজের চোখ্খে দেখি নাই যদি।
জীবন যাপন সহজ অাছিলো বইলাই হয়তো মানুষ গুলা সহজ হাসি খুশি ছিলো। অার এখন অামাগোর জীবনে অানন্দ পয়সা দিয়া কিনতে হয়। টিকা থাকতে হইলে ঘটে বুদ্ধি থাকতে হয়, মাইনে জটিল কুটিল মন নিয়া ঘটনা পর্যবেক্ষণ করতে হয়।
মানুষ অাগায় যাইবো এইটাই নিয়ম, এর কোন বিকল্প নাই। ধাপে ধাপে অাগাইতে পারি বইলাই না অামরা মানুষ।
কথা হইলো মানুষ হইতে হইলে মানবিক গুন থাকা লাগে। সবাই অামরা এই েকন গুন হারাইতে বসছি প্রায়।
ডেইলিকার ঘটনা গুলা যখন চিন্তা করি তখন নিজের জন্য মায়া হয়। অাসলেই তো কই যাইতেছি, কই যাইতে চাই অামি। নিজেরে চিনি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



