কিন্তু এই ভালো ভালো ভাবটা বেশিক্ষণ ধরে রাখা যায় না , যখন দেখি কিছু পুলিশ ২ টাকা /৫ টাকা/ ১০ টাকা দিলেই খুশি হয়ে রিকশাওয়ালা , রিকশার যাত্রীদের মুক্ত করে দেয়। ( হিন্দি ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গর ডায়ালগ চোখের সামনে ভেসে উঠে সে সময়, মনে আছে---- যা সিমরান যা)
আমার আপতি না আসলে ক্ষোভ হচ্ছে যদি টাকা দিলে রিকশা বি আই পি যেতেই পারে তবে কিছু পুলিশের পেট ভাড়ি করার জন্য রোডগুলাকে ভি আই পি করার দরকারটাই বা কি? রিকশাওয়ালা ঘুষ দিচ্ছে পুলিশকে , আর যাত্রীরা সে ঘুষের টাকার যোগান দিচ্ছে অতিরিক্ত ভাড়া গুনে। এত্তো ওপন ঘুষ চালাচালি করতে আমাদের একটু লজ্জাও যে হয় না , এর চাইতে দুখের আর কি হতে পারে।
ছোট্র ছোট্র ঘুষ ই বড় বড় ঘুষের চাহিদা ও সুযোগ আনুসন্ধান ক রে বলেই আমার বিশ্বাস।
( ডেইলি মগবাজার থেকে সাতরাস্তা পযন্ত হাইটা যাইতে যাইতে আমে খুব ত্যাক্ত হইয়া এই লেখাটা লিখলাম)
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



