সংক্ষিপ্ত সংলাপ - ৫৬ (পগালী, আকাশ কখনো ভাঙ্গে!)
: বুড়ি
: হ্যাঁ বলো
: কিরে! তুমি করে কেন?
: এমনি
: জুতা চিনস্?
: কি বলবা বলো
: এ্যাই, লজ্জা লাগছে কিন্তু
: কেন?
: তুমি তুমি করছিস কেন?
: (ভালো যে বাসি বুঝে গেল!)
: (আয়হায়! ভালোবেসে ফেল্লোনাতো)
: এত ঢং করছিস্ কেন? যা খুশি কমু
: এই তো ডার্লিং আমার
: হইছে হইছে
: কি হইছে সোন? আওয়াজ কই! (হে হে হে)
: (বুদ্ধুটা বুঝলনা)
: (ছি ছি কি চিন্তা করছিলাম!)
: মুখের লিমিট নাই?
: ছিলো কোনদিন!
: ছোটলোক
: ওয়া ওয়া
: দোস্ত তুই খুউব ভালোরে
: দোস্ত আমি জানিরে
: কেন ভালো?
: খারাপ হতে যোগ্যতা লাগে যে!
: ও তুইতো আমার যোগ্যতাহীন মনুষ
: ইয়েপ
: (কেন তুমি বন্ধু হলে
: (তুই আমাকে বুঝিস, কত ভালো বন্ধু আমার তুই!)
২৮-১০-০৮, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


