আজকের এই স্বাধিনতার দিন বাংলাদেশের মানুষের আনন্দের দিন। কিন্তু এটা তাদের নয় যারা পালিয়েছিল।বিশেষ করে আওয়ামিলিগের জন্য এই দিন কলংকের। জাতিকে যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তা না করে পালাল, কেউ নৌকায়, কেউ পায়ে হেটে, কেউ বাসায় থেকে আর্মিদের অভ্যররথনা জানাল। এই দিন বাংলাদেশের মুক্তিকামি মানুষের, মুক্তিযুদ্ধাদের, শহিদ জিয়ার,সেক্টর কমান্ডারদের, বাঘা সিদ্দেকিদের,মজলুমদের।
এটা ছিল একি সঙ্গে আনন্দের ও বেধনার। ফাকিস্থানিরা গণ হত্যা শুরু করে এই দিন, আবার পাকিস্থানের অভিশাপ মুক্ত হওয়ার আনন্দের ও দিন এটা। কিন্তু এই আনন্দের মধ্যে আওয়ামিলিগের জন্য বুকের কাটা হল তাদের পলায়নপর মানসিকতা। জাতিকে ফেলে চলে গেল সবাই ইন্ডীয়া। সেখানে আরাম আর আয়েশ।তাই আজকের দিনটি আওয়ামিলীগের জন্য কলংকের দিন, লজ্জ্বার দিন, কাপুরুষতার দিন। এইদিন জাতিকে তারা কোন দিক নির্দেশনা দিতে পারেনি তখন।
তাইতো তারা ২৬ মার্চ আসলেই শুরু করে ৭মার্চ এর ভাষন নিয়ে আলোচনা। এটাই স্বাভাবিক, কারন ২৬ মার্চে যেহেতু কোন অবদান ছিল না, ৭ মার্চকে পুজি করেই এই দিন তারা স্বরন করেন।
আজ যখন তারা বড় বড় কথা বলে তখন তা দেখে কৌতুকবোধ করি।এই দিনে আওয়ামিলিগ এত ব্যররথতার পরও কি করে মুখ দেখায়!!!!!!!!!!!! পলাতকদের মুখে বড় কথা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



