চুলকানি আর আম্লিগ সমার্থক হয়ে গেছে। মগজহীন লোক গুলো চুলকানি ছাড়া কিছুই লিখতে পারেনা।
জাঙ্কিরানের পোষ্ট পড়োলাম। এখানে তারেককে নিয়ে গালি। অবশ্য আমি আম্লিগের কাছ থেকে ভদ্রতা আশা করিনা। শেখ হাসিনা নিজেই অশ্লিল উগ্র ভাষায় কথা বলেন তার অনুসারিরা ভদ্র হবে তা আশা করা বোকামি।
তারেক রহমান গেছে উমরা করতে । সেখানেও তারা দোষ খুজে। সম্পুর্ণ ভিত্তিহিন ভাবে কিছু লিখে দিলেই হয়। এই সফর সম্পুর্ন ব্যক্তিগত। হাওয়া ভবনের কেউ এটার সাথে নেই। অথচ জানকিরান অবলিলায় মিথ্যা বলে দিল। আরে বেটা মানুষ হ, আম্লিগ নয়।
আগের দিনে দেখতাম জ্বিন তাড়াতে হুজুর রা এলাকার সবচ্যে বুজুর্গের নামে দোহাই দিত, তাদের নাম নিলেই নাকি জ্বিনেদের গায় জ্বালা ধরত। এখন দেখি আম্লিগের সকলে তারেক নাম শুনিলেই গায়ে জ্বালা ধরে।
তারেককে বলল বিশ্ব চোর!! আম্লিগের এই মুহুর্তে চোর নিয়ে কথা বলা দেখেই বুঝা যায় বেহায়ার দুইকান কাটা। লাজ লজ্জ্বা কিছুই নাই।
বিশ্ব চোর হিসেবে খ্যাতি পেয়েছে হাসিনার পরিবার। এটা বিশ্বব্যাঙ্ক সীকৃত(সার্টিফাইড)।
শেয়ার লুটল জয়(৮০ হাজার কোটী টাকা), রেন্টাল কমিশনে প্রতি বছর হাজার কোটী, বিওয়াইপি ব্যবসায় মাসে ১৫০০০ কোটী(২০০৯ এর মতে এখন তো আরও বেড়েছে)। এত বড়ো মহাচোরের সমার্থক হয়ে যখন অন্যের দিকে আঙ্গুল তুলে তখন বলব শালারা ৬ বছর থেকে কি আংগুল চুষতেছ??? এখন পর্যন্ত প্রমান কি করেছে?
পদ্মা খাইল পুতুল, এতা তো স্বীক্রিত বিশ্বব্যঙ্ক দ্বারা।
এইগুলোর উত্তর না দিয়ে তারেক তারেক করা ছাড়। তারেককে মিডীয়াতে আকর্ষোনীয় করেছ তোমরাই। তাইতো তারেক আজ ঘুমিয়েছেন, তারেক আজ ল'তে ভর্তি হয়েছেন, এগুলোও খবর। এতে পত্রিকার কাটতি বেড়ে যায়। যতই তোমরা লাফাও লাভ নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



