একটি লাশবাহি গাড়ি এসে দাড়ালো, একটি বাড়ির সামনে –
নামানো হলো কফিন,
হ্যাঁ একজন নগর কবির শববাহি কফিন,
যার ভেতরে নগর কবির সাদা কাপরে মোরানো শবদেহ,
দুই-একজন ছুটে এলো বাড়ির ভেতর থেকে,
আরো দুই-একজন এলো রাস্তা থেকে,
তবে কেউ চিনতে পারলো না,
ভাবলো হয়তো বেওয়ারিশ কেউ।
সবশেষে আসলেন কবির পত্নি, তিনি চিনলেন, তবে সময় নিলেন।
আট বছর আগের কোন একদিন কবি নিরুদ্দেশ হয়েছিলেন,
হয়তো কোনো রাগে বা নতুনভাবে কিছু পাবার আশায়,
আজ সব প্রাপ্তি শেষ, যাত্রা শুরু অনন্তের পথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




