আজি আমন্ত্রন তোমায় এই অবেলায়,
অপুর্নতার পূর্ন কুঠুরিতে হারিয়ে যাবার,
এই স্বপনের দিঘিতে ভেসে যাবার,
অশালিনতার আড়ালে শালীন গোলাপ ফোটাবার,
তুমি কি শুনেছ সে পূর্ন আহবান?
আকাশছোয়া পথে ডুবে যাওয়া সে প্রতিদ্ধনি?
সব দ্বিধা ছেড়ে তবে ধরা দাও এ মোহনায়,
যেথায় তোমার আমার ভালবাসার বারুদ
ফোটাবে আগুনের পরশমনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



