somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

IELTS SPEAKING-কেন ৭ পাই না PART 2

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The marking system
IELTS SPEAKING MARKING করা হয় চারটি বিষয়ের উপর নির্ভর করে:
1. Fluency and Coherence
2. Lexical Resource (Vocabulary)
3. Grammatical Range and Accuracy
4. Pronunciation
ভাল SCORE পেতে হলে জানতে হবে কীভাবে SPEAKING MARKING করা হয়। যদি তা আমরা জানতে পারি তাহলে খূব সহজেই এইসব বিষয়ে জোর দিয়ে কম সময়ে ভালো SCORE পাওয়া সম্ভব। ধরুন আপনি অনেক VOCABULARY পড়ছেন কিন্তু TOPIC ধরে VOCABULARY পড়ছেন না তাহলে আপনার সময়টাই বৃথা যাবে। আবার ঐ সময় যদি আপনি TOPICWISE VOCABULARY পড়েন তাহলে তা আপনার SCORE বাড়াতে ভীষণ রকম হেল্প করবে।
1. Fluency and Coherence (Scored 1~9)
সহজ ভাষায় Fluency and Coherence বলতে বুজায় যেভাবে CANDITATE SPEAKING করে। যে ৬টী বিষয় এইখানে গুরুত্ব দেয়া হয় তা হল-
a) CANDIDATE ANSWER বড় করতে পারেন কিনা।
b) কত সহজে CANDIDATE ANSWER কে বড় করতে পারেন ।
c) CANDIDATE-র মধ্যে কতটুকু HESITATION কাজ করে। অর্থাৎ কতবার তিনি কথা বলতে গিয়ে থেমে যান ।
d) কথা বলার গতি কতটুকু। আমরা মনে করি আস্তে কথা বলা ভালো তাতে করে ভূল হবার PROBABILITY কম থাকে কিন্তু মনে রাখতে হবে তা যেন খুব আস্তে না হয়ে যায়।
e) discourse markers/ linking phrases/ connectives র ব্যাবহার কতটুকু করতে পারে।
f) The amount of self-correction
যদি ৬ পেতে চাই তাহলে কতটুকু COVER করতে হবে তা একটু জেনে নেই।
• Be able and willing to produce long responses to most questions.
• Produce a range of different linking words/ phrases.
• Linking phrases are sometimes used incorrectly.
• Use some ―marker language (eg, redundant language).
• There is some hesitation/ repetition/ self-correction.
তাহলে ৬ পেতে হলে আমদের শিখতে হবে linking words/ phrases এবং marker language
চলুন এইবার আলোচনা করি ৭ পেতে হলে আমাদেরকে কী করতে হবে।
• Produces a wide range of linking words, phrases and connectives.
• Uses different linkers in a flexible ways.
• Responses are relevant to the topic.
• There is some hesitation/ repetition/ self-correction (but these do not affect understanding and meaning). তাহলে ৬ পেতে হলে আমদের শিখতে হবে linking words/ phrases এবং marker language কিন্তু ৭ পেতে হলে আমদের শিখতে হবে DIFFERENT TYPES OF linking words/ phrases এবং marker language. তাহলে ভাল SCORE পেতে হলে যা করতে হবে তা হল-
WHERE DO YOU FROM?
I AM FROM DHAKA CITY. খুব ভাল উত্তর কিন্তু ভালো মার্ক পাবার জন্য নয়। EXTEND IT…….
I AM FROM DHAKA CITY AND IT IS THE CAPITAL OF BANGLADESH. IT IS SITUATED IN THE MIDDLE OF BANGLADESH.
এইবার চলুন discourse markers/ linking phrases/ connectives ব্যাবহার করি উপরের উত্তরে।
Well you know, I AM FROM DHAKA CITY and you might know this IT IS THE CAPITAL OF BANGLADESH. IN ADDITION, IT IS SITUATED IN THE MIDDLE OF BANGLADESH.
এই সবকিছু আমরা করছি COHERENCE বাড়ানোর জন্য কিন্তু FLUENCY কীভাবে বাড়বে। উত্তরটা আমি অনেক আগেই দিয়ে ফেলেছি- আপনাকে আপনার partner-র সাথে প্রতিদিন practice করতে হবে অথবা কোন teacher-র কাছে প্রতিদিন একটি করে speaking test দিতে হবে।
2. Lexical Resource (Scored 1~9)
সবার মতো আমিও এই SECTION কে vocabulary বলে ডাকব। মনে রাখবেন ৭ পেতে হলে এইখানে আপনাকে সবচেয়ে বেশী জোর দিতে হবে। আপনি যদি এই SECTION এ ভালো করেন তাহলে আপনার ৭ পাওয়া মোটামুটি নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো WORDS আমাকে জানতে হবে ৭ পেতে হলে। উত্তরটা আমার জানা নেই এবং আপনারও উত্তরটা জানার দরকার নেই। আপনাকে জানতে হবে কি ধরনের WORDS আপনি ব্যাবহার করতে পারেন এবং কীভাবে ব্যাবহার করেন।
যে ৫টী বিষয় এইখানে গুরুত্ব দেয়া হয় তা হল-
• Ability to use lest common words
• Use of idiomatic language
• Paraphrasing (explaining words that you don't know)
• Ability to talk about unfamiliar topics
• Ability to convey precise meaning
এই বইয়ে যত VOCABULARY দেওয়া আছে তার যদি আপনি ২৫% ব্যাবহার করতে পারেন তাহলে ৬ আপনার নিশ্চিত। কিন্তু ৭ পাওয়া অনেক কষ্টসাধ্য এই SECTION এ। চলুন এইবার আলোচনা করি ৭ পেতে হলে আমাদেরকে কী করতে হবে।
• A range of vocabulary to talk about a wide variety of topics in detail.
• Examples of uncommon words.
• Some use of idiomatic language.
• Some examples of collocation.
• Ability to successfully explain ―vocabulary gaps
• Some vocabulary may still be used incorrectly.
৭ পেতে হলে সোজা কথায় আপনাকে uncommon words, idiomatic language এবং examples of collocation শিখতে হবে। আমার জানা মতে কোনও বইয়ে VOCABULRY TOPICWISE সাজানো নেই। কাজেই আপনার কাজ হচ্ছে কীভাবে আপনি এই বইয়ের VOCABULARY ব্যাবহার করতে পারেন তা MORE AND MORE PRACTISE করা।
চলুন TECHNOLOGY নিয়ে কিছু VOCABULARY শিখি।
TECHNOPHILE-যিনি TECHNOLOGY নিয়ে বিশেষভাবে আগ্রহী
TECH-SAVVY- যিনি TECHNOLOGY নিয়ে বিশেষভাবে দক্ষ
COMPUTER BUFF- যিনি COMPUTER নিয়ে বিশেষভাবে আগ্রহী
STATE-OF-THE-ART-একদম আধুনিক
ON THE THRESHHOLD OF-বর্তমানে আলোচনার বিষয়
এই words আমরা কিভাবে ব্যাবহার করতে পারি তা একটু দেখে আসি।
HOW OFTEN DO YOU USE EMAIL?
RESPONSE 1……..I SOMETIMES USE EMAIL FOR VARIOUS PURPOSES./ WHEN I NEED TO SEND MAIL, I USE EMAIL.
RESPONSE 2……..TO BE HONEST, WHEN I NEED TO SEND MAIL TO MY FRIENDS, I USUALLY USE EMAIL. OTHERWISE I SOMETIMES USE IT.
RESPONSE 3……..WELL, AS I AM A TECHNOPHILE PERSON, I LOVE TO USE EMAIL. PROBABLY YOU KNOW THAT EMAIL IS THE-STATE-OF-THE-ART TECHNOLOGY THERFORE ALL OF MY DAILY WORKS RELY ON THIS METHOD OF COMMUNICATION.
আপনি বলে দিন কোন RESPONSE K আপনি কত মার্ক দিবেন। দেখলেন তো VOCABULARY কীভাবে আপনার SCORE CHANGE করে দিতে পারে।
3. Grammatical Range and Accuracy (1~9)
এইখানে কিন্তু দুটি বিষয় আছে- range and accuracy । আমরা যা মনে করি তা হচ্ছে যদি আমি কোনও ভূল না করি তাহলে তা ভালো মার্ক পাবার জন্য যথেষ্ট। কিন্তু কথাটা একদম সত্যি নয়। ভূল না করা হচ্ছে accuracy কিন্তু range।চলুন দেখে আসি Grammatical Range and Accuracy বলতে আসলে কি বূঝায়।
• Sentence formation
• Use of clauses (subordinate etc.)
• Use of complex structures
• Range of tense use
• Error density (the amount of errors in each sentence)
• The level of errors (whether the errors occur in basic or complex structures)
যদি ৬ পেতে চাই তাহলে কতটুকু COVER করতে হবে তা একটু জেনে নেই।
• A mixture of both basic and complex structures.
• Basic structures are produced accurately.
• Complex structures may contain errors.
• The grammar errors do not seriously influence meaning of the sentence.
• Tenses are usually formed correctly but not always used correctly.
আপনি যদি COMPLEX STRUCTURE বলতে গিয়ে ভূল করেন তাতে খুব বেশী PROBLEM নেই কিন্তু BASIC STRUCTURE অবশ্যই ঠিক থাকতে হবে ৬ পাওয়ার জন্য।
চলুন এইবার আলোচনা করি ৭ পেতে হলে আমাদেরকে কী করতে হবে।
• A wide range of sentence structures and tenses.
• Many examples of sentences without grammar errors.
• Some small grammar errors.
তাহলে ৭ পেতে হলে যা করতে হবে তা হল কোনোভাবেই গ্রামার ভূল করা যাবে না এবং অনেক ধরনের COMPLEX STRUCTURE বলতে হবে কোনোরকম ভূল করা ছাড়াই।
4. Pronunciation (1~9)
PRONUNCIATION নিয়ে আমার মনে হয় খুব বেশী আলোচনা করে লাভ নেই কারণ এই জন্য সরাসরি টিচারের সাথে যোগাযোগ করতে হবে নতুবা বাসায় CD OR VIDEO নিয়ে MORE AND MORE PRACTISE করতে হবে। PRONOUNCIATION MEANS-
• How easily the examiner understands what is being said
• Word stress
• Sentence stress
• Intonation
• Evidence of first language accent Pronunciation 6
যদি ৬ পেতে চাই তাহলে কতটুকু COVER করতে হবে তা একটু জেনে নেই।
• Examiner can understand most of the candidate's language quite easily.
• There are some examples of correct word stress and sentence stress.
• Some evidence of intonation.
• Some use of stress of intonation to emphasize important meaning.
• There may be some mispronounced words.
• A first language accent may still be present.
চলুন এইবার আলোচনা করি ৭ পেতে হলে আমাদেরকে কী করতে হবে।
• Examiner can fully understand candidate's language (may have occasional problems).
• Examples of correct word and sentence stress used to emphasize or focus meaning.
• Use of intonation to emphasize important meaning.
• Able to vary speed of delivery to affect meaning.
• Able to divide utterances in ―chunks
• There may be some mispronounced words.
• A first language accent may still be present.
The Marking System – The Overall Score
The candidate is awarded four different scores and the overall score is an average of these scores. For example:
Fluency and Coherence 5
Lexical Resource 5
Grammatical Range and Accuracy 6
Pronunciation 6
The average of these four scores 5.5
In the IELTS speaking test, scores are rounded up or down to the nearest half-band (5.0 5.5 6.0 etc.), so in this example the candidate would score an overall 5.5 for speaking.
5.25 = 5 5.5 = 5.5 5.75 = 6 etc
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

যে ভ্রমণটি ইতিহাস হয়ে আছে

লিখেছেন কাছের-মানুষ, ১৮ ই মে, ২০২৪ রাত ১:০৮

ঘটনাটি বেশ পুরনো। কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছি খুব বেশী দিন হয়নি! আমি অবিবাহিত থেকে উজ্জীবিত (বিবাহিত) হয়েছি সবে, দেশে থিতু হবার চেষ্টা করছি। হঠাৎ মুঠোফোনটা বেশ কিছুক্ষণ... ...বাকিটুকু পড়ুন

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৮ ই মে, ২০২৪ ভোর ৬:২৬

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।
প্রথমত বলে দেই, না আমি তার ভক্ত, না ফলোয়ার, না মুরিদ, না হেটার। দেশি ফুড রিভিউয়ারদের ঘোড়ার আন্ডা রিভিউ দেখতে ভাল লাগেনা। তারপরে যখন... ...বাকিটুকু পড়ুন

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

×