ব্ল্লগে দেখি মাঝে মাঝে জমে ওঠে তর্কের যুদ্ধ, ক্রমাগত; হুংকারে আর শ্লোগানে শিউরে উঠে গোটা ওয়েবসাইট। আবার কয়েকদিন পর ম্লান হয়ে যায়। কিন্তু রেশটুকু থেকে যায়। বাস্তবের যুদ্ধে সময় মূল ফ্যাক্টর নয়, যেখানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধের সময় থাকে, আর এখানে সময় শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলে। কেননা 2/3 দিনের ভেতরই যা করার করতে হয় নইলে তা বাসী খাবারের মতই হয়ে পড়ে বিস্বাদ, অপঠিত, নি:সঙ্গ রচনা।
আমার এই পোষ্টটি কিন্তু কোন সাইরেন নয়।
ওয়েবে অতীতে বিভিন্ন দ্বি-পীয় তর্কযুদ্ধে 'ইসলামী আন্দোলন' সম্পর্কে FAQ অর্থাৎ Frequently Asked Questions এর একটি জবাব গ্রন্থনা।
ইসলামী আন্দোনের কতিপয় দিক এবং বাংলাদেশে ইসলামী আন্দোলন সম্পর্কে এখানে আলোচনা করব। আদর্শের ুদ্র পরিসীমায় যাবার চেষ্টা করব। রাজনীতির রঙ্গমঞ্চে আপাতত উঠব না।
সওয়াল এক:
ইসলামী আন্দোলন কি বস্তু? ইহা কি খায় না মাথায় দেয়?
ইসলামকে ভিত্তি করে যে আন্দোলন তাই ইসলামী আন্দোলন। প্রকৃত অর্থে ই.আ. জীবনের সবেেত্র বিস্তৃত এক সামগ্রিক পরিবর্তনের প্রচেষ্টা। তাই কাজের সুবিধার্থে তা একেক েেত্র একেক টাইটেল নিতে পারে। যেমন, ইসলামী সাংস্কৃতিক আন্দোলন, সাহিত্যিক, অর্থনৈতিক, ফ্যাশন, শিা। বর্তমানে সাধারন প্রত্যেক রাষ্ট্রে পৃথক ইসলামী আন্দোলন রয়েছে।
সওয়াল দুই:
কেয়া মতলব?
মতলব তো বোঝাই যায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে হ্যা এর মধ্যে কিছু ঝুট ঝামেলা আছে।
একেক দেশে ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস ও প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয়েছে। যেমন ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর সৃষ্টি হয়েছে নুতন চলচ্চিত্র প্রতিষ্ঠা, সাংস্কৃতিক উন্নতির। মালয়শিয়ায় মাহাথির মোহাম্মদ লড়েছেন ইসলামী কল্যানমূলক অর্থনীতি ও প্রযুক্তির চূড়ায় পৌছার জন্য। ফিলিস্তিনে স্বায়ত্বশাসনের চালের রাজনীতিতে সফল হয়েছে হামাস। বাংলাদেশে ইসলামী রাজনীতিকে মডেল হিসেবে প্রতিষ্ঠার জন্য চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে জামায়েতে ইসলামী। এই বিভিন্ন অবস্থার কারন হচ্ছে স্ব-স্ব দেশে ইসলামী দলগুলোকে কাজ করতে হয় তাদের রাষ্ট্রীয় সীমা-বিধান মেনে। কিন্তু ভুমি-ভাষা-বর্ণ-ধর্মভিত্তিক জাতি রাষ্ট্র ইসলাম নিজেই স্বীকার করে না। কিন্তু এখন, ই.আ. বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশে হওয়ায় তাদের রূপে কিছু ভিন্নতার সৃষ্টি হয়েছে। তবে কেউ দেখতে পারেন যে, বিশ্বে ইসলামী দল গুলো মেীলিক ব্যাপারে পুরোপুরি এক, শুধু কর্মপদ্ধতি(workbook) এর দিক দিয়ে কিছুটা পার্থক্য রয়েছে।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


