আমি একজন নতুন ব্লগার। যদিও আমার প্রোফাইল দেখাবে আমি ৮মাসেরও বেশি পুরাতন। তবে নতুন অ্যাকাউন্ট খোলার পর ২মাস অপেক্ষা করেও যখন ছাড়পত্র পাচ্ছিলাম না তখন আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার মাস খানেক আগে ব্লগে ঢুকে দেখি একদম জেনারেল/সেফ হয়ে আছি। সে হিশেবে আমার ব্লগের বয়স ১মাসেরও কম। নতুন ব্লগার হিশেবে গত একমাস আমি সামু এবং ব্লগারদের যেভাবে দেখছি-
১। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমনঃ ফেসবুক, টুইটার ইত্যাদির চেয়ে ব্লগিংটাকে মোটেও ভাল মনে হচ্ছে না। ভেবেছিলাম ব্লগটা ব্যবহার করে শুধুই রুচিশীল মানুষেরা। বাস্তবে তা দেখছিনা। যদিও অধিকাংশ ব্লগারই ভাল তথাপি যথেষ্ট কুরুচিপূর্ণ ব্লগার ইতিমধ্যেই আমি দেখেছি।
২। রুচিসম্মত লেখার চেয়ে অনেক ব্লগার মনে হয় লেখার কাটতি বাড়ানোর প্রতিই বেশি মনযোগী। বিশেষত সিনিয়র ব্লগাররা এক্ষেত্রে বিশেষ পারদর্শী।
৩। সামুতে এমন অনেক লেখা দেখা যায় যার অর্ধেকেরও বেশি বানান ভুল থাকে। ব্লগাররা ইচ্ছে করলেই যা বন্ধ করতে পারেন। সামুও এ ব্যাপারে কোন পদক্ষেপ কেন নিচ্ছে না বুঝতে পারিনা। বরং ওইসব লেখা নির্বাচিত পাতায়ও দেখা যায়। রেডিও জকি, টিভি উপস্থাপকদের মত সামুও ভাষা বিকৃতির আংশিক দায়িত্ব পালন করছে বৈকি!
৪। ব্লগারদের এমন অশ্লীল মন্তব্যও করতে দেখেছি যার লিখিত রূপ আছে বলেই আমার ক্ষুদ্রজ্ঞানে ছিল না।
৫। অনেক গুরুত্বপূর্ণ লেখাকে নির্বাচিত পাতায় পাওয়া যায় না। যেখানে অনেক কম গুরুত্বপূর্ণ লেখাও নির্বাচিত পাতায় প্রকাশিত হয়। বিশেষত, পুরনো ব্লগারদের অনেক বাজে পোস্টও নির্বাচিত পাতায় বেশি দেখা যায়।(এটা অবশ্য মানতে হবে আমার রুচির সাথে মডুদের রুচির অমিল থাকতেই পারে।) তাছাড়া শেষ রাতের দিকের কোন লেখাও নির্বাচিত পাতায় সচরাচর আসেনা। মডুরা মনে হয় তখন ঘুমে থাকেন?
৬। অনেক ব্লগার মেয়েদের লেখার প্রতি অনেক বেশি আকৃষ্ট বলে মনে হয়! রুচিশীল ব্লগারদের কাছ থেকে যা মোটেও প্রত্যাশিত নয়। এ ব্যাপারে বাঁদর+তুমি=বাঁদরামী-এর দুর্দান্ত পোস্টটির কথা মনে পড়ে যায়।
৭। নতুন ব্লগারদের অনেক ভাল/গুরুত্বপূর্ণ পোস্টও অধিকাংশের দৃষ্টি এড়িয়ে যায়। সম্ভবত ভিজিটররা তাদের পোস্ট বেশি পড়েন।
৮। অনেকে অনেকগুলো নিক ব্যবহার করছেন। যারা যেকোনো মূল্যে নিজেদেরকে জনপ্রিয় করার জন্য বদ্ধপরিকর। গ্রুপিং বা দলীয়করণের মত কুৎসিত রাজনৈতিক সংস্কৃতির প্রয়োগও যথেষ্ট বিদ্যমান।
৯। পরমতসহিষ্ণুতার অভাব প্রকটভাবে বিদ্যমান। বিশেষত রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে এ অবস্থা সূচনীয়।
১০। সর্বোপরি, অনেক অনেক ব্লগারকে সামু ব্যবহার(Use, নাকে দড়ি দিয়ে টানাটানি করা অর্থে! এক্ষেত্রে ওইসব ব্লগাররা নিজেদের নাকে দড়ি দিয়ে সামুকে টানতে বাধ্য করছে।) করছে। যেখানে ব্লগারদের সামুকে ব্যবহার করার কথা। সামু তৈরিই হয়েছে ব্লগাররা তাকে ব্যবহার করবে বলে, কিন্তু আমরা ব্লগাররাই ব্যতিক্রম পন্থাটা বের করেছি।
বি. দ্রঃ উপরের উল্লেখিত কোন বিষয় কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়ে থাকলে, দুঃখিত। নতুন ব্লগার হিশেবে আমি সামগ্রিকভাবে শুধু আমার অবস্থানটা তুলে ধরতে চেষ্টা করেছি। যেহেতু আমি নিজেও একজন ব্লগার, সেহেতু এই সমালোচনা আত্মসমালোচনারই শামিল। তারপরও যদি কেউ ক্ষোভ ঝাড়তে চান তাহলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




