নির্বাচন কমিশনের নির্দেশে কমিশন সচিবালয় ইতোমধ্যে আগামী সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপ তৈরি করেছে। সেই রোডম্যাপ অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর ২০১৩ থেকে ২৪ জানুয়ারি ২০১৪-এর মধ্যে। সেই হিসেবে নির্বাচনের মাত্র এক বছর বাকি আছে। নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সাজাতে শুরু করেছে তাদের ট্রামকার্ড। যেগুলো দিয়ে বাজিমাত মারতে চাইবে দলগুলো। তারই ধারাবাহিকতাই এই পোস্ট।
১। পদ্মা সেতু প্রকল্পঃ পদ্মা সেতু প্রকল্প আগামী সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের এক বড় নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়াবে। নির্বাচনকে সামনে রেখেই সরকার দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করতে চাচ্ছে বললে ভুল হবে না।
সমস্যাঃ আবুল, মশিউরের কল্যাণে দেশে ও দেশের বাইরে সরকারের ইমেজ সঙ্কট এবং অর্থায়ন প্রক্রিয়া বাধাগ্রস্থ। পূর্ণ অভ্যন্তরীণ অর্থায়নে প্রকল্প বাস্তবায়িত না হওয়ার সম্ভাবন।
সম্ভাবনাঃ বিশ্বব্যাংককে খুশি করতে পারলে বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থায়ন করার জোর সম্ভাবনা। প্রকল্পের কাজ শুরু করতে পারলে জনগণের মনোরঞ্জন।
২। ড. মহম্মদ ইউনুস এবং গ্রামীণব্যাংকঃ
সমস্যাঃ দেশি ও আন্তর্জাতিকভাবে ড. ইউনুসের ব্যাপক গ্রহণযোগ্যতা। সরকারের স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। গ্রামীনব্যাংক সদস্যদের ড. ইউনুসের প্রতি অগাধ বিশ্বাস।
সম্ভাবনাঃ নির্বাচনের আগে আগে আংশিক বা সম্পূর্ণ ঋণ মউকুফের মাধ্যমে ৮০লক্ষ মহিলা সদস্য ও তাঁদের পরিবারের ভোট প্রাপ্তির সম্ভাবনা।
৩। যুদ্ধাপরাধীদের বিচারঃ
সমস্যাঃ যুদ্ধাপরাধীদের শক্তিশালী আন্তর্জাতিক লবী। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শুধু বিরোধীদলীয় নেতৃস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার শুরু। পরবর্তী টার্মের জন্য বিচার ঝুলিয়ে রাখার প্রবণতা।
সম্ভাবনাঃ আংশিক বিচার সম্পন্ন করতে পারলেও বিশাল জনগোষ্টির ভোট প্রাপ্তির সম্ভাবনা।
৪। তত্ত্বাবধায়ক সরকারঃ
সমস্যাঃ এই ব্যবস্থা আবার চালু করতে হতে পারে। না করলে রাজনৈতিক অস্থিরতা। বিরোধী জোটের নির্বাচন বয়কটের সম্ভাবনা।
সম্ভাবনাঃ চালু করতে না হলে এবারও নিশ্চিত ক্ষমতা!
৫। ডিজিটাল বাংলাদেশঃ
সমস্যাঃ খুব দ্রুত প্রকৃত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অলীক স্বপ্ন!
সম্ভাবনাঃ ডিজিটাল করার প্রক্রিয়া শুরু। ডিজিটালাইজেশনের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ।
৬। উন্নয়নের স্রোতধারাঃ
সমস্যাঃ অনির্ণীত উন্নয়নের সংজ্ঞা। দলীয় উন্নয়ন। ব্যাপক দুর্নীতির কারণে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা।
সম্ভাবনাঃ আংশিক উন্নয়নের স্রোতধারা। দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উন্নয়ন হয়েছে এরূপ মনোভাব।
৭। ভিশন ২০২১:
সমস্যাঃ ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ফন্দি-ফিকির!
সম্ভাবনাঃ রঙ্গিন আলোর ছটায় জনগণের চোখ ধাঁধিয়ে যেতে পারে! প্রকৃত পক্ষেই দেশের ইতিহাসে প্রথম মধ্যমেয়াদী, ব্যতক্রমী উন্নয়ন পরিকল্পনা।
৮। কোটা ব্যবস্থাঃ
সমস্যাঃ শিক্ষিত, তরুণ বেকারদের ক্ষুভ। পরোক্ষভাবে ব্যাপক জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদে ক্ষতি এবং ব্যাপক জন অসন্তোষ।
সম্ভাবনাঃ সুবিধা প্রার্থীদের মনোরঞ্জন।
৯। ইভিএমঃ
সমস্যাঃ বিরোধী দল কোন ভাবেই মানতে চাইবে না। ব্যাপক আন্দোলন সংগ্রামের সম্ভাবনা।
সম্ভাবনাঃ বিরোধী দল মেনে নিলে, ডিজিটাল কারচুপির সম্ভাবনা থেকে যায়।
প্রিয় পাঠক, এগুলো ‘ভেজা আকাশ’-এর অনুর্বর মস্তিষ্কজাত ফসল! আপনি অবশ্যই আপনার নিজের মত করে বিভিন্ন দলের ট্রামকার্ডগুলো পর্যবেক্ষণ করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




