অনেক দিন পর সেদিন সন্ধ্যায় হঠাৎ এক বন্ধুর সাথে দেখা। কুশলাদি বিনিময়ের পর একসাথে চা খেতে খেতে পুরনো দিনের অনেক কথা বিনিময়। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার একপর্যায়ে কথা প্রসঙ্গে বন্ধু হঠাৎ করে তার এক ছাত্রীর প্রসঙ্গ টানল। প্রসঙ্গত বন্ধু আমার বড় মাপের একজন টিউটর। বন্ধুর ছাত্রীটি ৭ম শ্রেণীতে পড়ে। ঘটনাটি ঠিক এরকম- কয়েকদিন আগে সে ছাত্রীকে পড়াতে গেল। ছাত্রীর বাসায় গিয়ে দেখে সে গম্ভীর হয়ে বসে আছে। জিজ্ঞাসা করেও কোন জবাব না পেয়ে পড়াতে শুরু করল। পড়ার মাঝে হঠাৎ সে বলল, স্যার আপনার সঙ্গে আমার জরুরী কথা আছে। এই বলে সে বলতে লাগল, স্যার আম্মুর সাথে আজ ঝগড়া হয়েছে। আমি বলছিলাম ফাইনাল পরীক্ষায় ভালো ফল করতে পারলে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। কিন্তু আম্মু কিছুতেই রাজি হচ্ছে না। উল্টো আমাকে বকাঝকা করেছে। আমার কয়েকজন বন্ধু অলরেডি মোবাইল কিনে ফেলেছে, সেটাও আম্মু বিশ্বাস করছে না। বন্ধুদের সাথে যোগাযোগ করতে একটা মোবাইল লাগে না, আপনিই বলুন? তাছাড়া মাঝে মধ্যে গান টানও শুনতে পারব। আপনি আম্মুকে একটু বুঝিয়ে বলবেন, যেন রাজি হয়ে যায়। তা না হলে আমি আমার জমানো টাকা দিয়ে একটা মোবাইল কিনে ফেলব। একদমে কথা গুলো বলে তবেই ছাত্রীটি থামল।
এই যখন আমাদের ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্রছাত্রীদের অবস্থা, তখন বাজারে চলছে মোবাইল কোম্পানিগুলোর বাজার দখলের লড়াই। টিভিতে চলছে আকর্ষণীয় সব বিজ্ঞাপন। সাম্প্রতিক সময়ের নতুন বিজ্ঞাপনগুলোর মাঝে রবির বিজ্ঞাপনটি একটু বেশিই এগিয়ে! সম্ভবত গেল ঈদের কিছুকাল আগে বিজ্ঞাপনটি বাজারে আসে। ট্রেনে তিন হকার বন্ধুর সুরেলা গলায় গানে মাত করে পণ্য বিক্রির ছদ্দাবরণে বিজ্ঞাপনটি সাজানো। অন্যান্য অনেক দৃশ্যের পাশাপাশি বিজ্ঞাপনটিতে স্কুল পড়ুয়া(খুব সম্ভবত) দুই ছাত্রীর একটি দৃশ্য আছে। তাতে দেখা যাচ্ছে দুই বান্ধবী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোবাইল ফোনে গান শুনতে শুনতে হেলেদুলে বাড়ি ফিরছে।
আমাদের দেশের মোবাইল অপারেটররা অন্য সকল শ্রেণীর মানুষের সাথে তাদের ব্যবসায়ের টার্গেটে পরিণত করেছে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের। রবির বিজ্ঞাপনটি তাই প্রমাণ করে। আমার বন্ধুর ছাত্রীটির মোবাইল কিনতে চাওয়াতে এই বিজ্ঞাপনটির অবদান থাকা অস্বাভাবিক কিছু নয়। এই পরিস্থিতিতে আমাদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবক এবং মোবাইল অপারেটররা একটু সজাগ না হলে আমাদের স্কুল পড়ুয়াদের অনেক ক্ষতি হওয়ার আশংকা একেবারে অমূলক নয়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




