বাহান্নর পর পরই সামাজিকভাবে প্রচলিত হলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রভাতফেরি। তখন কিছুসংখ্যক মৌলবাদী বুদ্ধিজীবিরা এই শ্রদ্ধা জানানোকে পূজার সমতূল্য বলে অপপ্রচার ও বিভিন্ন প্রবাকাণ্ড করতে থাকে। তার প্রতিবাদে ষাট দশকের শুরুতেই কবি আবদুল হাই মাশরেকী শহীদদের স্মরণে গানটি রচনা করেন শহীদ মিনার ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্পর্কে সকলকে সচেতন করতে। কবি আবদুল হাই মাশরেকীর কালোর্ত্তীর্ণ গানটি প্রথম সুর করেছিলেন অজিত রায়। পরে আশি দশকের শেষে আনিসুর রহমান তনু সুর করেন। প্রথম কণ্ঠ দিয়েছিলেন শাহনাজ বেগম, পরবর্তীতে শাহনাজ নামে আরেক কণ্ঠশিল্পী ভোকাল দিয়েছিলেন। গানের রেকর্ড স্পষ্ট থাকায় আপলোড করা হয়নি। তবে আপলোড করার উপযোগী করেই দেয়া হবে।

পুরো গানটির কথা হলো:
তারা মরে নাই তারা যে অমর
নহে গো নহে এ তাদের কবর।।
এ যে শহীদের স্মৃতির মিনার,
ছুঁয়েছে সবার হৃদয়-কিনার।
পুণ্য তীর্থ সে অবিনশ্বর।।
ধরনী মায়ের কোলে শুয়ে হায়
সংগ্রাম শেষে তারা যে ঘুমায়,
তারা সৈনিক শ্রান্ত কাতর।।
আকাশে বাতাসে তাহাদের বাণী
গুঞ্জরি ওঠে করে কানাকানি,
রক্ত ধারায় শুনি সেই স্বর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



