----- শুরু থেকেই শফিউলের অসাধরণ বোলিং
----- আজ জানলাম পৃথিবীতে Virat Kohli এর একজন যম আছে, সেটা শাহাদাত হোসেন। যে কিনা আজকের ম্যাচের সবচেয়ে খরুচে বোলার (Kohli কি জিনিস বুইঝেন তাইলে!)
----- আম্পায়ার কর্তৃক Virat Kohli এর LBW না দেয়া
----- শচীনের ১০০তম সেঞ্চুরী
----- মাশরাফির হ্যাট-ট্রিক চ্যান্স
----- তামিম এবং জহুরুলের অসাধারণ পার্টনারশীপ
----- সাকিবের অসাধারণ ইনিংস, অতঃপর তাকে ষড়যন্ত্রমূলক আউট প্রদান
----- নাসিরের অসাধারণ শটস্
----- মুশফিকের ছক্কার মিছিল
----- ভারতকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারানো।
ভারতের ব্যাটিং শেষে খুশি মনে টেন্ডুলকার বলেছিল, "আমি Virat Kohli এর সাথে পরামর্শ করলাম যে ২৭০-২৮০ রান বিশাল ব্যাপার হবে।" কিন্তু খেলা শেষে Neo Sports চ্যানেলের Extra Innings এ Sanjay Manjrekar বলে, "অনেক ছোট Target ছিল, তাই বাংলাদেশ জিতেছে।"
স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টেন্ডুলকার বলেন, “বাংলাদেশ খুব ভালো একটি দল। আজ তারা খুব ভালো করেছে। কেউ কেউ সমালোচনা করে বলেন, তারা জানে না কী করে ক্রিকেট খেলতে হয়। আমার মনে হয় না, তারা সঠিক বলে।”
আসুন দেখুন ক্রিকইনফো কী বলেছে এই ব্যাপারেঃ
Cricinfo: Dhoni was very confident, and I think Shakib was a touch unlucky here! The benefit of the doubt should have gone to the batsman, a part of his boot was on the line but one angle suggested a part of it was behind the crease whenthe bail was off the groove!
বাঘের গর্জন শুনেছে বিশ্বঃ
>> সাকিব : ৩১ বলে ৪৯ রান!
>> মুশফিক: ২৫ বলে ৪৬ রান!
>>> ম্যান অফ ড্যা ম্যাচ ঃ সাকিব আল হাসান।!
এই জন্যইতো ২০২০ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশে আসতে চায় নাই......
শচীন টেন্ডুলকারের শতকের শতক গড়ার দিনে আনন্দে ভেসেছে ভারত। কিন্তু ম্যাচ শেষে মলিন ছিলো শচিনদের মুখ। কারণ তাঁর রেকর্ড গড়ার দিনে জয় পায়নি দল। তামিম, নাসির, সাকিব, জহুরুল ও মুশফিকদের অনবদ্য ব্যাটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের কাছে।
মনের জ্বালায় ছন্দও এসে ভর করে.........
"সীমান্ত থেকে শুরু
মিরপুরে এসে শেষ ।
সব হত্যার বদলা নেবে
আমার বাংলাদেশ ।
কে হে দাদা, সেদিন বর্ডারে
... ... নাচিয়েছিলে ভুরু ?
ন্যাংটা করে তবে ছাড়ব --
আজকে কেবল শুরু ।"
(সংগৃহীত)
মাঠে মারবো, ঘাটে মারবো, সাইবারে মারবো, কাগজে মারবো, কলমে মারবো, ভদ্রলোকের মতো মুখে মারবো!
তোদের মতো কাপুরুষ নই যে সীমান্তে পিঠে গুলি করে মারবো।
আমরা লড়াই করতে জানি, শেষ পর্যন্ত।
মাঠে সীমান্তে হত্যার প্রতিবাদও চোখে পড়ে "STOP BSF BRUTALITY" !!
অদ্ভুত এক প্রকার মিল হলঃ
২০০৭ সালের ১৬ই মার্চ বাংলাদেশ বনাম ভারত
ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
২০১২ সালের ১৬ই মার্চ বাংলাদেশ বনাম ভারত
ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ভারতীয় টিম এবং আম্পায়ারগন সর্বাত্মক চেষ্টা করেছে বাংলাদেশ কে হারানোর। কিন্তু ওদের সব চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে টাইগাররা। সাবাশ বাংলাদেশ,সাবাশ।। বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন। টাইগারদের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা।ফাইনালের অপেক্ষায় রইলাম।।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



