বর্তমান পৃথিবীতে চরমতম মৌলবাদ... যে দেশে চালিত আছে নিঃসন্দেহে সেই দেশের নাম ভারত। মহাত্মা গান্ধীর মত অহিংস মতবাদের অনুসারীদের জন্ম কেনো ভারতের মত হিংসুটে জাতির জন্য প্রয়োজন হয়েছিলো তা স্পষ্টত বুঝা যায়। ভারতের অধিকাংশ মানুষের মধ্যে অতি নিম্নমানের ছোটলোকিতা বিদ্যমান। এসব নিয়ে সারাদিন বললেও বলা শেষ হবে না। আজকের ছোট একটা বিষয় সম্পর্কে বলি, অনেক নাটকীয়তার পর কেকেআর এর হয়ে আজকের ম্যাচে সাকিবকে মাঠে নামানো হলো কিন্তু অদ্ভূত ব্যাপার যদু, মধু, কদুদেরকে বারবার ক্যামেরাতে শো করলেও প্রথম ১৫-১৬ ওভার পর্যন্ত সাকিবকে ইন্ডিয়ান চ্যানেলের ক্যামেরা গুলোর একটাতেও একবারের জন্য দেখালো না। এদের চুলাকানিটা আসলে কোথায়!!!! আর চুলকানীর মাত্রাটাও এত বেশি !!!
আইপিএল নিপাত যাক, এরা ক্রিকেটের জন্য অযোগ্য।
হাতে অনেক গুলো রান জমা থাকাই ভূ-গম্ভীর বিপক্ষ দলের সাথে খেলার কথা ভূলে গিয়ে সাকিবের বিপক্ষে খেলা শুরু করে দিলো। আতা, তোতা, ভোঁতা সবার বোলিং করা শেষ হওয়ার পর বাঘ মার্কা অলরাউন্ডার সাকিবকে মাইর খাওয়ানোর আশায় স্লগ ওভার গুলোতে বল করতে পাঠালো ভূ-তম গম্ভীর। কিন্তু মার্কা যেখানে বাঘ সেখানে ঘাস খাবে কে তা নিশ্চয় বিশেষ করে বলে দিতে হবে না ! ১৮ বল করে কিরিকেটের এই উতাল-পাতাল ভার্শনে মাত্র ১টা বাউন্ডারির বিনিময়ে যথারীতি ২ উইকেট তুলে নিয়ে ভূ তে গম্ভীরকে বসিয়ে দিলো সাকিব ! তাহলে কি বুঝা গেলো, সাকিবদের শুধু অন্য দলের বানর নয় নিজের দলের ছাগলদের বিপক্ষেও খেলতে হয়।
সবে তো শুরু আগে আগে দেকতি হে হোতা হে কে য়া !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



