ভীষণ ঘৃণাবোধ জন্মাচ্ছে কারণ আমি বাংলাদেশের নাগরিক। এখানে ৫ লাখ টাকার জন্য স্কুলের ১৩ বছর বয়সী বাচ্চাকে অপহরণের পর মুক্তিপনের টাকা নিয়েও পুড়িয়ে মারা হয়। অপরাধীদের কোন বিচার হয় না। রাজনৈতিক দলগুলো হিংসা আর রেষারেষিতে ব্যস্ত। যে যার মত নিজেই অপরাধ করছে। যেমন ভাবে খুশি তেমন ভাবে করছে। ধীরে ধীরে আমরা পিশাচে পরিনত হচ্ছি। আমাদেরকে জানোয়ার বললে জানোয়ারদের অপমান করা হবে এখন।
এই নিষ্ঠুর জাতি অন্যের দাস হিসেবে বেঁচে থাকার যোগ্য। এরা স্বাধীনতার মূল্য বুঝেনা, স্বাধীনতার যাচ্ছে-তাই ব্যবহার করে এই জাতি নিজেই নিজেদের শেষ করে দিচ্ছে। কিসের চেতনা !! এখানে সবাই স্বার্থপর দেহের উপর দেশপ্রেমের উর্দির তকমা লাগিয়ে ঘুরছে ! ২০০ বছরের গোলাম আমরা, গোলামী করতে করতে আমাদের স্বভাবের ডিএনএতে গোলামীর কোড সৃষ্টি হয়ে গিয়েছে। ৭১'রে কিছু মুক্তিকামী মানুষ আমাদের মত অযোগ্যদের গলায় স্বাধীনতার স্বর্ণমালা পরিয়ে দিয়েছে। অথচ আমরা তার অর্থ এখনো বুঝতে পারিনি, আমরা একটা জাতিসত্ত্বায় পরিণত হতে পারি নি। আমার অবাক লাগে ৭ কোটি মানুষের দেশে সব মিলিয়ে শহীদ হয়েছে মাত্র ৩০ লক্ষ তাহলে সরাসরি মুক্তিযুদ্ধ করেছে কয়জন, এরা ৭১'রে ছিলো কোথায় !!!???
চাকর-বাকরেরা মালিকের ধন-সম্পদের মূল্য বুঝে না, এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে না, নিজেকে এসবের রক্ষক মনে করে না, বরং সুযোগ পেলে লোটপাট করার ধান্দায় থাকে। এই অভ্যাস আমাদের মধ্যে একদিনে প্রবেশ করে নি, এটা প্রায় ২২৫ বছরের গোলামীর ফল !! ৭১'রে তাই দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু আমাদের প্রায় ২২৫ বছরের গোলামীর স্বভাব-ধর্ম কি স্বাধীনতা পেয়েছে ??
নাইমুলের কাঁচা শরীর আর তাজা রক্ত পুড়ে যে ইট অবশিষ্ট আছে তা বস্তুত এক টুকরো পোড়া বাংলাদেশ !
এভাবে নাইমুলের পোড়া ইট দিয়ে আর কত ভিত দিলে দাঁড়াবে বাংলাদেশ !!
খবরঃ বগুড়ার কাহালু উপজেলায় নাইমুল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা করে লাশ ইটভাটায় পুড়িয়েছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নাইমুলের ব্যাগ, বই, টিফিন বক্স ও পানির বোতল।
শাহাদত হোসেন (১৮) নামের এক আসামি গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন, পাঁচ লাখ টাকার লোভে তাঁরা নাইমুলকে অপহরণ করেন। পরে নাইমুল তাঁদের চিনে ফেলায় লাশ গুম করতে ইটভাটায় পোড়ানো হয়।
মূল খবরঃ প্রথম আলো
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



