বিঃদ্রঃ এই লেখাটি গত সপ্তাহের মসজিদ খোলার সিদ্ধান্তের আগের।
(আত্মসচেতনামূলক পোষ্ট। অনেকের চিন্তা আমার সাথে নাও মিলতে পারে।)
গত দুই জুম’আ (জোহর) বাসায় পড়ার পর আজকে মনে হলো একটু মসজিদে গিয়েই দেখি হালচাল কি? এ অভিপ্রায় ব্যক্ত করার সাথে সাথে অর্ধাঙ্গী বাধ সাধল।তার যুক্তি হলো, মসজিদে গেলে তো করোনার সংক্রমন হতে পারে।
★★★ হ্যা আমিও মনে করি মসজিদে গেলে করোনা সংক্রমন হতে পারে। কিন্তু এটাও তো হতে পারে, আমার কিছুই হলোনা, করোনা আমার নাগালই পেলো না। আল্লাহু সুবহানা তায়ালা চাইলে, করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুম’আর নামায পড়ে দিব্যি বাসায় ফেরত আসতে পারলাম।
★★★ করোনা কি শুধুমাত্র মসজিদ হতে ছড়ায়। অর্ধাঙ্গীকে বললাম, আমি যে বাজার করতে যাই, সেখান থেকেও করোনা ছড়াতে পারে। ব্যাংকের এটিএম মেশিন হতেও করোনার সংক্রমন হতে পারে।দোকানদারের কাছ থেকে যে খুচরা টাকা নেই সেখান থেকে করোনা আসতে পারে। সবজির সাথে করোনা আসতে পারে। মাছের সাথে করোনা আসতে পারে।
★★★ আচ্ছা ধরো, গতকাল যে তোমার জন্য এক কেজি কাঁচা আম কিনলাম। ওখানে আমি দোকানদারকে প্রত্যেকটা আম নিজ হাতে বেছে বেছে দিয়েছিলাম। ওখানেরই কোন একটা আমে কিছুক্ষন আগে একজন করোনা রোগী স্পর্শ করে ভাইরাস রেখে দিয়েছে। অথবা দোকানদারই কোভিড-19 আক্রান্ত (লক্ষন প্রকাশ পায়নি/ সুপ্ত অবস্থা)। আচ্ছা এরকম কি হতে পারে না? অর্ধাঙ্গী বললো, হুম সেটা হতে পারে।। তারপরও আমাদের সাবধান তো থাকতে হবে।
★★★ হ্যা, আমিও বলি আমাদের সাবধান থাকতে হবে। সাবধানতার কোন মাইর নাই। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র সাবধানতাই কি আমাদের রক্ষা করতে পারে??
ওকে ফাইন, আপনি সাবধানতাবশত জলন্ত আগুনে হাত দিলেন না, উত্তাল সাগরে ঝাপ দিলেন না। তো আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনি যখন উত্তাল সাগরে কোন জাহাজের যাত্রী হিসাবে ভ্রমন করেন, কিংবা আকাশে শান্তির নীড় বিমানে ভ্রমন করেন তখন আমার আপনার সাবধান হওয়ার সুযোগ কতটুকু? উত্তাল সাগরে জাহাজ ডুবি কিংবা আকাশে বিমান দূর্ঘটনায় পতিত ব্যক্তি যদি একশ একটা সাবধানতা/ উপায় অবলম্বন করেও তবু কতটা শেষ রক্ষা হবে তা আল্লাহই ভালো জানেন। সতর্কতা হিসাবে ধরুন, সাগরে লাইফ জ্যাকেট ও আকাশে প্যারাস্যুট ব্যবহারের সুযোগ থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী কিন্তু মারা যাবে লাইফ জ্যাকেট ও প্যারাস্যুট ব্যবহার করার সময়/সুযোগ না পাওয়ার জন্য।
*** সুতরাং সব কথার শেষ কথা হলো, শুধুমাত্র আল্লাহর ইচ্ছায়ই আমরা রোগাক্রান্ত হতে পারি, আবার তিনিই আমাদের শেফা (আরোগ্য) দান করেন। রোগ-শোক, মহামারী মানুষের জন্য আল্লাহর পরীক্ষামাত্র। কিন্তু এবারের করোনা (মহামারী) পরীক্ষায় আমরা সবাই পাশ করবো তো?
পবিত্র কোরআনে এরশাদ হয়েছেঃ-
(১) ‘আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে।’ (সূরা বাকারা:১৫৫)।
(২) ‘আর ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি।’ (সূরা আম্বিয়া:৩৫)।