তিনি আরও বলেন, ইসরাইলের বিমান থেকে হামলার ফলে গাজা দ্রুতই একটি গণকবরে পরিণত হচ্ছে। আর শিশু, নারী, পরিবারগুলো যখন সামষ্টিক শাস্তি ভোগ করছে, তখন বিশ্ব বসে বসে দেখছে।
অ্যানজেলিনা জোলির এ মন্তব্যে প্রচণ্ড ক্ষেপেছে ইসরাইলিরা। ইসরাইলি প্রেসিডেন্ট হারজগ বলেন, আমি তার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আমার মনে হয় তিনি কখনোই গাজা সফর করেননি। নিজে দেখেননি কি ঘটেছে। কিন্তু সেখানে কোনো মানবিক সঙ্কট নেই। যাতে গাজাবাসী বেঁচে থাকতে পারবে না।
ইসরাইলিরা এখন কারো কথাই শুনছেনা যে-ই ফিলিস্থিনের পক্ষে বলছে তাদেরকেই ইসলাইল শাসাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমেরিকা মিউ মিউ করছে। তারা দানব ইসরাইকে কন্ট্রোল করতে পারছেনা বা করতেছেনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কুত্তায় লেজ নাড়ছেনা লেজই কুত্তা নাড়ছে। আরব নপুংসকরা চেয়ে চেয়ে দেখছে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩