
ব্লগে বর্তমানে যাদের দিল মায়া কান্নায় ভারী হয়ে যাচ্ছে, আবেগে কথা বলতে পারছেন না, দুচোখের পানিতে টিস্যু ভিজে যাচ্ছে এই বলে যে, দেশ আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়া হয়ে যাচ্ছে সেই সব গণহত্যাকারী, লুন্ঠনকারীদের বলতে চাই সেই সংগে আরো বলতে চাই যারা এখন দেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে দেখছে বা জঙ্গী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে সংখ্যালঘুদের বাড়ীতে হামলা চালিয়ে তাদের।
গণহত্যাকারী আওয়ামীদের আমলে রাষ্ট্রিয় সম্পদ লুটকারী মন্ত্রীরা সবসময়ই বলতো দেশ সিংগাপুর হয়ে গেছে। হ্যাঁ আমিও বলবো তাদের জন্য দেশ সিংগাপুর হয়ে গেছে কারণ তারা যে পরিমান সম্পদ লুন্ঠন করেছে তাতে তাদের কাছে দেশ সিংগাপুরের চেয়েও বেশি, তাদের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা যা দিয়ে দেশে সবই সম্ভব; দেশ তো সিংগাপুরের মতই লাগবে। ফরিদপুরের এক আওয়ামী নেতা (নামটা এই মুহূর্তে মনে নেই- কমিশনার টাইপের) ২ হাজার কোটি টাকা পাচার কারেছে বিদেশে তো তার কাছে দেশ তো সিংগাপুরই মনে হবে হোমড়া চোমড়াদের দের কথা না হয় বাদই দিলাম।
বেনজীর, মতিউর ও আজিজদের কথা মনে আছে? আওয়ামী ছত্রছায়ায় এরা হাজার হাজার কোটি টাকার মালিক তো এদের কাছে দেশ সিংগাপুর নাতো কী? সামান্য কাজের লোক যদি ৩০০ কোটি টাকার মালিক হয় তাহলে দেশ তো সিংগাপুরই হবে। এরাই তারেকের খাম্বা নিয়ে বেজায় সরব ছিল। সালমান এফ রহমানের কথা মনে আছে শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি গায়েব করেছে তা সঠিক হিসেব ক্যাকুলেটরে ধরবেনা।
এই চোরেরাই এখন দেশকে জঙ্গী রাষ্টের তকমা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আপনাদের নিশ্চয় মনে আছে গত ১৫ বছরের নাটক গুলোর কথা? অমুক বাড়ীতে জঙ্গী পাওয়া গেছে সেই কথিত জঙ্গিকে ধরতে বিশাল ফোর্স টিভি ক্যামেরা নিয়ে কত নাটক, লাইভ প্রচার। আবার হঠাৎ করে পাহাড়ে অস্ত্রের কারখানা, সেখানে বিজিবি, RAB সেনাবাহিনী নিয়ে পাহাড় ঘেড়াও আকাশে হেলিকপ্টারের টহল, ক্যামেরা টিভি সুট সে এক এলাহী কান্ড।
এই দলান্ধ, গণহত্যাকারীদের বলতে চাই দেশ কখনই পথ হারাবেনা, দেশ সঠিক পথেই এগুতে থাকবে যদি তোমরা সেই চলার পথে বাধা হয়ে দাড়াও তো আবার একটি ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে ছাত্র-জনতা যেখানে তোমাদের অস্তিত্ব থাকবেনা। সুতরা সাবধান হয়ে যাও।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



