বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তার অলিগার্করা ১৭ বিলিয়ন ডলার পাচার করেছেন। এক সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘হাসিনা রেজিমে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। সজীব ওয়াজেদ জয় বিদেশে পাচার করা টাকা ব্যয় করেই বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন। তারই ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্পের টুইট করেন!

আপনাদের নিশ্চয় মনে আছে প্রিয়া সাহার কথা যিনি ট্রাম্পের কাছে অভিযোগ করেছিলেন যে, তিনি দেশে থাকতে চান কিন্তু ইসলামিস্টরা তার বাড়িঘড় দখল নিয়েছে, আগুন দিয়েছে এমনকি তিনি এও বলেছিলেন বাংলাদেশে ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ রয়েছে! উনি দেশে থাকতে চান কিন্তু ওনার দুই মেয়ে আমেরিকায়, আমেরিকায় স্থায়ী হওয়া জন্য ওনার এ দূরভিসন্ধি! ওনার স্বামী দুদকে চাকুরী করে দুহাতে কামাচ্ছিলেন এবং উনি একটা এনজিও চালাতেন এখন কি অবস্থা জানিনা। ক্ষমতায় থাকার সময় ট্রাম্প প্রিয়া সাহার জন্য কিছু করলোনা এখন কেন ট্রাম্প করতে চাচ্ছেন কারণ ভোটের রাজনীতি।
আম্লিগ সবসময় 'র' এর সহায়তায় পরিকল্পনা করতো এই দেশকে বিশ্বের কাছে জঙ্গীরাস্ট্র হিবেবে প্রচার করা এবং এটাও জানান দেওয়া যে সেই জঙ্গীদের হাসিনা ছাড়া আর কেউ নির্মূল করতে পারবেনা; অর্থাৎ চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত করা। আপনাদের মনে আছে কী কিছু দিন পরপর জঙ্গী নাটকের কথা? হঠাৎ একটা বাড়ী ঘেড়াও করে RAB, পুলিশ, ক্যামেরা, লাইভ টিভি কি সে এক এলাহী কান্ড! হঠাৎ পাহাড়ে অস্ত্রের গুদাম, অস্ত্রে কারখানা সেখানেও RAB, পুলিশ, ক্যামেরা, লাইভ টিভি কত কী?
এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার ধারনা পরিক্ষার হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


