
ব্লগ লেখার আগে আমাদের জানা উচিত আসলে ব্লগ কি ?
ব্লগ মানে তথ্য সম্পূরণ ও গন সংযোগ সোসাল নেটওরাকিং প্লাটফরম । এখানে বিভিন্ন মর্তাদেশের,বিভিন্ন শ্রেণীর
পেশার বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে থাকেন,হতে পারে সেটা আপনার পক্ষে হতে পারে আপনার বিপক্ষে ।
আমি শুরুতেই বলছি ব্লগ মতামত প্রকাশ সাইট।ধরে নিলাম একজন তার নিজর্স একটা মতামত প্রকাশ করলো,বাকি
ব্লগার যারা আছেন তারা পড়ে আবার তাদের নিজেদের মতামত দিবেন এতাই প্রকৃত নিয়ম।
কিন্ত এখানে হচ্ছে উল্তটা কেউ জামাত বি এন পি নিয়ে লিখলে তাকে ছাগু জামায়েত,রাজাকার,আলবদর,পাকিস্থানের জারজ সন্তান,
আগডুম বাগডুম নানান ধরনের ত্যাগ দেয়া হচ্ছে। অন্যদিকে একইভাবে সাবেক প্রধান মন্ত্রী বা আওয়ামিলিগ নিয়ে কেউ কিছু
লিখলে তাকে ইন্ডিয়ান মাল,বা ইন্ডিয়ান র য়ের এজেন্ট,আকাটাদের জন্ম,বা বংশধর,এরকম নানান ত্যাগ দেয়া হচ্ছে ।
আসলে আমরা কি কেউ কখনো ভেবে দেখেছি দিন শেষে আমরা একে অপরকে কাদা ছুড়াছুড়ি করতে গিয়ে শেষমেষ সেই কাদায়
কিন্তু আমরা নিজেরাই হাবুডুবু খাচ্ছি ।
আরে ভাই আমি হিন্দু হই বা মুসলিম হই,আপনি হিন্দু হন বা মুসলিম হন,আমি বিনপি জামায়েত বা অন্য যারই সাপো্ট করি,আপনিও
ঠিক যাই করুন না কেন দিন শেষে আপনার,আমার পরিচয় একটাই আপনি আমি বাঙ্গালি । আপনার আমার জন্মস্থান বাংলাদেশ ।
তাই আসুন এসব কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে আমরা আমাদের মানুষিক পরিচয় দেই এবং সমাজের একজন ভালো মানুষ হিসেবে গড়ে
তুলি ।
তাই আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে সুন্দর একটা ব্লগ পরিবেশ গড়ে তুলি ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



