somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানখুলনা
জীবন পথে চলার এক অচেনা পথিক আমি। হাটি হাটি পা পা করে অনেক দূর পৌছে গেছি। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত মনের জানালায় উকি দেয়। আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য।

ঈদ মোবারক ২০১৫ বাংলা এসএমএস কালেকশন

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১।

শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”




২।

মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের
বাকি ১দিন,কাপড় চোপড়
কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।

“ঈদ মোবারক”




৩।

আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।

ঈদ মোবারক




৪।

যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!

ঈদ মোবারক



৫।

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের
কাদায়, আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
"EID মোবারক"




৬।

নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।

সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।

ঈদ মোবারাক বলো প্রান খুলে।




৭।

আনন্দের এই সময় গুলো,

কাটুক থেমে থেমে,

বছর জুড়ে তোমার তরে,

ঈদ আসুক নেমে,

“ঈদ মোবারক”







৮।

ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।

রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।

নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে . ঈদ চলে এল সবার দুয়ারে।

শুভেচ্ছা রয়লো সবাইকে . ঈদ মোবারক ।

৯। চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক

১০। 'হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে'

১১। ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে

১২। আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের
পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও
কোরমার সাথে দিব 7আপ খেতে। ঈদের দিন করবো
মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।

১৩। লাল শাড়ি পরে হাতে চুড়ি দিয়ে.. ঘুরবে যখন
রিক্সায়,, পাশে কিন্তুু নিও আমায়..!! ঈদ মোবারক

১৪। ঈদ মানে আঁকাশে
নতুন চাঁদ.ঈদ মানে
নতুন চাওয়া পাওয়ার
স্বাদ.ঈদ মানে মেহেদী
রাঙা হাত.ঈদমানে
আমারবাড়ীতে
তোমার দাওয়াত.
ঈদ মোবারক

১৫। শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
ঈদ মোবারক

১৬। মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক!

১৭। তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।

১৮। বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
"ঈদ মোবারক"

১৯। কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
" ঈদ মোবারক

২০। পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_____ঈদ মোবারক____

২১। শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
Wishing from heart ... EID MUBARAK

২২। বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক

২৩। রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক "ঈদ মোবারক"

২৪। সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।

২৫। ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

২৬। কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।

২৭। রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। ঈদ মোবারাক

২৮। রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক

২৯। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক ।

৩০। ফুল সুবাস দেয়,
দৃষ্টি মনচুরি করে,
খুশি আমাদের হাসায়,দুঃখ আমাদেরকাদায় ,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদমোবারাক





ঈদ মোবারক ২০১৫ ইংরেজী এসএমএস কালেকশন

1.

May allah honour you,
Forgive you,
Purify you,
Accept ur all ibadat and dua.
Elevate you,
Inspire you and
Envelope you with his noor,
Mercy and protect you.
Wish you a Happy Eid.




2.

Network busy number busy
No signal massege not sent...
That’s what we’ll see on !St day of ”Eid”
So “Happy Eid Day” before the rush start.




3.

When my arms can’t reach people close to my heart.
I always hug them with my prayers.
May allah’s peace be with you.
A very happy eid mubarak 2 U.




4.

Wishing you all a very happy eid,
And hoping that all the things you wish
For will be yours throughout the year..
Eid mubarak!!




5.

Remembering u on Eid day is a nice thing to do
Bcoz u r warmly thought of everyday the whole year through
“Happy Eid Mubarak”




6.

Here comes the day,once in a blue moon.
With chanda mama shinin up bright
And blessing everyone.. Her luv so tender, merciful.
Shinin down on the earth wishin us
“Happy eid”.”Eid mubarakh”




7.

You are someone who deserves the best. So in this sms today is wished that your EID will be the best in every way. May all the beauty, contentment and cheer of EID be yours, And may it bring wonderful times to brighten your world.
EID MUBARAK




8.

With all the roses perfume
And with all the lights in the world,
And with all the childrenTs smiles
I wish you a very happy eid!




9.

I wish a wish for u.
the wish i wish for few.
the wish i wish for u is that your all wishes come true
so keep on wishing as my all wishes are with you.
Eid Mubarak




10.

The moon been sight,its time to celebrate,
the end of the fasting in a special way.
To friends & family a very happy Eid Mubarak!!

11.
May This Special Occasion Bring You Untold Joy,
Immeasurable Happiness,
Lots Of Fun,
Renewed Love And ALLAH’s Endless Blessings.
Receive All The Best Wishes.
Happy Eid!

12.
Eid is a celebration for muslims to celebrate
Eid is time to say Eid morak and pray
Some muslims give money to their children and say Eid mobarak.
Some muslims go to their friend and neigbours.
Some people give money to other children,
They don’t just give money to their own children,
They give money to their friend’s children or to their neigbours children.
They can also give money to adults.
Eid mobarak, Eid mobarak to you all my bothers and sisters.

13.
May God Flood Your Life With Happiness,
Heart With Love,
Soul With Spiritual Strength
And Your Mind With His Wisdom?
There Are Many Days To Celebrate
But Without Any Doubt,
This One Shines The Rest.
Enjoy Your Eid

14.
My Blessing, Congratulations and Good wishes.
I wish you the best of everything
for not only in EID-UL-Fitr but also
all the years ahead.*EID MUBARAK

15.
Eid-Ul-Adha Is A Blessing
From Allah And Not Mere
Acts Of Creating Bloodbaths Around.
It Shows Your Willingness
To Give Up Something Which Is Dear To You.
Always Remember,
One Should Do Qurbaani For Allah
And Not For Society.

16.
Do you know what is the meaning of EID ?
Eid is the combination of 3 meaningful words

E - Embrace with open heart
I - Inspire with impressive attitude
D - Distribute pleasure to all

~Eid Mubarak~

17.
Hope Love & Laughter,
warmth & wishes
joy and a Bouquet of Eid Wishes,
Especially for you!!!
jublications become a past of your eid and your life....!
EID MUBARAK
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

তাঁর বোতলে আটকে আছে বিরোধী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



সেই ২০০৯ সালে তিনি যে ক্ষমতার মসনদে বসলেন তারপর থেকে কেউ তাঁকে মসনদ থেকে ঠেলে ফেলতে পারেনি। যারা তাঁকে ঠেলে ফেলবে তাদের বড়টাকে তিনি বোতল বন্দ্বি করেছেন।... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ব্লগার ভাবনা:কথায় কথায় বয়কট এর ডাক দেয়া পিনাকীদের আইডি/পেইজ/চ্যানেল বাংলাদেশে হাইড করা উচিত কি? ব্লগাররা কি ভাবছেন?

লিখেছেন লেখার খাতা, ১৭ ই মে, ২০২৪ রাত ১২:১৩



অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী... ...বাকিটুকু পড়ুন

×