ঘুমন্ত ঐ নিষ্পাপ মুখে,
কি লেখা আছে বলতে পারো?
স্পর্শটা আমায় আরো শুদ্ধ করে দেয় ।
গভীর রাতের কামনা জড়ানো চোখে,
এত কি আছে বলতে পারো?
আমায় আরো পাগল করে দেয় ।
ভালবাসার ঐ গভীর আলিঙ্গনে
কি জাদু আছে বলতে পারো?
আমায় ভিষন তন্ময় করে দেয় ।
ভেজা অথচ উষ্ণ ঠোঁটের লেপ্টে যাওয়া চুম্বনে
কি দূরন্ত আছে বলতে পারো?
আমায় বড্ড অস্থির করে দেয় ।
বলতে পারো?
ঐ অদ্ভুত অসংগায়িত ভালবাসায় কি আছে ?
যে আমায় প্রতিটি দিন -
আরো বেশি করে ভালবাসতে বাধ্য করে দেয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




