
♣
দত্ত ভার্সেস দত্ত (Dutta Vs Dutta)♣
-ভারতীয় বাংলা ছবি।
ছবিটির পরিচালনায় রয়েছেন : অঞ্জন দত্ত
প্রযোজনা : পূর্ণেন্দু রায় ও মীনাক্ষী রায়
চিত্রনাট্য ও সংলাপে: অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়
সঙ্গীত : নীল দত্ত
অভিনয় করেছেন : রণোদীপ বসু, রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, অর্পিতা চট্টোপাধ্যায়, পর্নো মিত্র, দীপঙ্কর দে, সৃজিত মুখোপাধ্যায়, রীতা কয়রাল, শংকর চক্রবর্তী, মানসী সিংহ, শুভাশিস মুখোপাধ্যায়, অরিন্দম শীল প্রমুখ।
_______________________________________
অঞ্জন দত্ত নামটা শুনলেই চোখে ভেসে উঠে ছেলেবেলাকার ছেলেকথার সেইসব গায়কী মানুষটির কথা যার বেশ কিছু গান এখনো মানুষের মনে বেজে উঠে। সেই অঞ্জন দত্ত তার নিজের জীবন কথা নিয়ে তৈরি করেছেন এবং নিজের পরিচালনায় করা সিনেমা- দত্ত ভার্সেস দত্ত। সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালের শেষের দিকে।

কাহিনী সংক্ষেপ:
স্বপ্নের দার্জিলিং। সেন্টপৌল স্কুল ছেড়ে রনদীপ দত্তকে শুধুমাত্র স্কুলের মাইনে বাকী পড়ার কারনে ফিরতে হয় কলকাতায় তার শুরু নতুন করে জীবন। বাবা উকিল, জুয়ারী, মা এ্যালকোহলে আসক্ত, কাকা পাগল, জেঠা-জেঠির দৈনন্দিন কলহাস সব মিলিয়ে অন্য এক জীবন। বোন নন্দিনী বাবার দূরসম্পর্কের ভাইয়ের সাথে পালিয়ে যায়, যার সাথে কিনা রনদীপ দত্তের মায়ের প্রথাগত নিয়মের বাইরের সম্পর্ক। রনদীপ দত্তের বাবার সাথে আলো আঁধারির শরীরে সম্পর্কে জড়িয়ে গেছিল রুনু মাসি ঠিক এরকমই পারিবারিক কেচ্ছা আর কলহ আর জমে থাকা স্বপ্নের অকাল মৃত্যু নিয়েই সিনেমাটা এগিয়েছে।
বনেদী পরিবারের মধ্যে অহংকারের যে একটা পতন সেটা সিনেমার শেষ অংশে দেখা যায়। একরাত কারাভোগের মধ্যে রনদীপের জুয়ারী বাবার কথা বন্ধ হয়ে যায়। সিনেমার শেষ অংশে রনদীপ দত্তের বিরাট পরিবর্তন, থিয়েটারে যোগ দেয়া ওর বাবার সেরাইভ্যাল অ্যাটাক মায়ের দুরে চলে যাওয়া ও শেষ পর্যন্ত সিনেমার অভিনেতা হয়ে যায় রনদীপ দত্ত।
সিনেমার প্রতিটি দৃশ্যায়ন বেশ সুন্দর ভাবে ফুটিয়ে উঠার চেষ্টা করা হয়েছে কোথাও কোথাও দারুন সফলতা পেয়েছে। অঞ্জন দত্তের বয়ানে ছবিটা অন্যরকম এক আকর্ষন সৃষ্টি করেছে। অঞ্জন দত্তের কৈশোরিক জীবনের অভিনয়ে রনদীপ দত্তের অভিনয় বেশ উপভোগ্য, কিশোর বয়সের প্রেম, কাঙ্খিত স্বপ্নগুলোর অদৃশ্য পলায়ন, সেই সাথে সিনেমার মধ্য সময়ে নন্দিতাকে ভালোবেসে প্রত্যাহৃত হওয়া সব মিলিযে সিনেমাটা বেশ জমে উঠে। অঞ্জন দত্তের জীবনের সেরা একটি সৃষ্টি হতে পারে এই দত্ত ভার্সেস দত্ত। ৭০ দশকের কলকাতার সেই রুপ, নকশাল আন্দোলন, বিটলস, পুরোনা গাড়ি সব মিলিয়ে বাংলা সিনেমা যেন লুতুপুতু প্রেম-কাহানীর গপ্পো থেকে বেড়িয়ে এসেছে মনে হয়।
দত্ত ভার্সেস দত্ত মাত্র তিনটি গান নিয়ে ১ঘন্টা ৫৭মিনিট দৈর্ঘ্যায়িত হয়েছে। খুব সাধারণ ঘরানায় গানগুলো। রবীন্দ্র সংগীত একটি- ভালোবেসে নিভৃত যতনে, রুপঙ্কর বাগচী এবং সমলতা আচার্য চৌধুরী কন্ঠে দারুন হয়েছে আর নীল দত্তের গাওয়া Somewhere” আর তবু যদি তুমি গানটির জন্যে রুপঙ্কর বাগচীর কন্ঠই সেরা।
অভিনয়ে কয়েকজন নতুন হলেও সিনেমা দেখে সেটা বোঝার উপায় নেই।

_______________________________________
সিনেমার গান ডাউনলোড লিংক
_______________________________________
সিনেমার একটি গানের লিরিক
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |
আছে লাগাম ছেড়া স্বপ্ন, বুকের ভেতর,
আছে বেপরোয়া বোতাম বিহীন শার্ট,
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে,
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার-হাট,
আছে রাস্তা একটা চলার, আছে অনেক কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ |
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |
ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতন,
ভেবে রেখে দিয়ে পিছুটান
চলে এস চলে এস |
নেই এখানে ভবিষত্যের ভাবনা,
নেই কোনো সম্পর্কের দাবি দাওয়া,
শুধু সুখ দুখেরই শরিক হতে পারিই
নেই অন্য কোনো চাওয়া পাওয়া,
শুধু রাস্তা আছে চলার, আছে সত্যি কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ |
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |
ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতন,
ভেবে রেখে দিয়ে পিছুটান
চলে এস চলে এস |
______________________________________
।।।।।।। মুভিটি কম মেগায় ডাউন লোড করার লিংক।।।।।।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




