আমার যে বাবা নেই আমার সুদিন-দুর্দিন কারে দেখাব আল্লাহ?
রাস্তাঘাটে চলাফেরা করার সময় আব্বার বয়সি অনেক মানুষ দেখি, আমি ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থাকি এক নজরে, আর ভাবি আব্বাকে দেখি না আজ কতদিন, আব্বা বলে ডাকি না আজ কতদিন। যখনই আব্বার মতো কোনো মানুষ দেখি তখনই আমার বুকের ভিতর কেমন জানি একটা তোলপাড় শুরু হয়। তখন মন চায়... বাকিটুকু পড়ুন

