
কতকথা কথাকথি কেথিকথন কি
মায়ময় পদ্যছন্দে সাজিয়ে চলেন
যা পড়ে পাঠক মুগ্ধ, তিনি যা বলেন
তারা সে কথার রাজ্যে পথহারা হয়।
কবিতার কোনে কোনে কারুময় সেকি
রত্নের সম্ভার, যাতে তিনি করেছেন
কবিতায় মোহনীয়, সেথা বরেছেন
কথাপুস্পে, যা পাঠক মন করে জয়।
কথাও এমন হয় দক্ষহাতে পড়ে
যা শুনে হৃদয় ভরে।কথা চরনেতে
ঝরে যেন পুস্পদল কথাদের ঝড়ে,
যা বুঝি কথাকথির কেথিকথনেতে।
কথা দেয় শিল্প ছন্দে কত্ত উপহার
আহা কি চমৎকর কথা মনিহার।
ব্লগার কথাকথিকেথিকথন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




