এ শহরে আসতে গিয়ে পিছনে মাড়িয়ে এসেছি তরতাজা ঘাস ---
নিজ হাতে লাগানো রক্তিম ফুলের ঝাড় ।
এ শহরে আসতে গিয়ে কেঁদেছিল বাতাস
আমার চোখে প্রতিদিন ---
একটু একটু করে বেড়ে ওঠা গোলাপের ঝাড় ডেকেছিল পিছু ,
এ শহরে আসতে গিয়ে বিদায়ের ক্ষণে কবুতর গুলি পাইনি খুঁজে,
কাঠঠোকরা , টুনটুনি ,কাক গুলো লুকিয়েছিল কোন নিভৃতে , অভিমানে ।
যা এসেছি ফেলে – হয়ত তা মুদ্রাজ্ঞানে মূল্যহীন
সেই চেয়ে থাকা আকাশ,কম্পিত পাতার কন্ঠস্ব র,বাগানের ঘাস
পোকা খুঁটে খাওয়া শালিক,জানালার জমে থাকা ধুলো,নিরিবিলি ছাদ---
এ শহরে আসতে গিয়ে রক্তাক্ত করেছি সেইসব
ঘাসলতা,পাখি,ধুলো,ঘাসে ছাওয়া বাগান---
তোমাকে ভুলিনি,তোমার জন্যে
হৃদয়কে ছিঁড়ে খন্ড খন্ড করে এসেছি
দালানকোঠার এ বনে ।
তুমি এখানে না থাকলে এ জনাকী্র্ণ্ নকল স্বর্গে
আসতো কে ?
(নিজ শহর থেকে ছুটি শেষে আজ রাজধানী শহরে পর্দাপণ করলাম ।নিজ শহরকে খুব মিস করছি……বেশ খারাপ লাগছে ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


