হাত বাড়ালেই তুমি চোখ মেললেই তুমি
আমার আকাশ দুরের পাহাড় গাছগাছালি পাখপাখালি
সব কিছুতেই তুমি ।
চোখের ভেতর তুমি মনের ভেতর তুমি
তুমি ছাড়া আমার কাছে সবই বিরানভূমি
সব কিছুতেই জড়িয়ে আছ তুমি ।
ভোরের আলোয় তুমি পাখির ডাকেও তুমি
আমার স্মৃতির পাতায় পাতায় হাজার বছর দূর অজানায়
সব কিছুতেই তুমি ।
সন্ধ্যা তারায় তুমি মধ্যরাতেও তুমি
তুমি ছাড়া আমার জীবন ধুধু মরুভুমি ।
এই জনমেও তুমি আর জনমেও তুমি
এপার ওপার সবখানেতেই চাই তোমাকেই ------
তুমি শুধু তুমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


