দেশ স্বাধীন হয়েছে আজ ৪০ বছর ।সর্বস্তরের মানুষ কি স্বাধীনতার সুবিধা পেয়েছে।না পায়নি; সবার এক প্রশ্ন -মুক্তির স্বাদ আর কত দূরে ?
আজ কোটি কোটি বাংলাদেশী মানবতর জীবনযাপন করছে। এ ব্যর্থতা রাষ্টের; রাষ্টের চালকা শক্তি সরকারের।
বাংলাদেশ কি খুব গরিব দেশ? অবশ্যই না।এদেশের ৩০ হাজার লোক কোটি টাকার মালিক(প্রকাশ্যে এটা;গোপনে এ সংখ্যা এর বেশি)।প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দাতাগোষ্ঠী দ্বারা প্রেরিত হয়।তবে কোটি কোটি বাংলাদেশীর এ দুরাবস্থা কেন???
এর কারন - অর্থের সুষ্ঠু বন্টনের অভাব।১৬কোটি বাংলাদেশির জন্য দাতাগোষ্ঠী দ্বারা প্রেরিত অর্থ আজ ৫০ হাজার মানুষের(সরকার ও তার দোসর)হাতে বন্দী।আওয়ামী লীগ – বিএনপি সহ প্রায় সকল রাজনৈতিক দল এ অর্থ আত্তসাতের লিপ্সায় ব্যস্ত। যে দল সরকারে থাকে তার তখন সুযোগ থাকে বেশি।
তাই আজ ঢাকার রাস্তায় পাজেরো/পেরাডোর মিছিল নামে,সুউচ্চ অট্টালিকা আকাশ স্পর্শের অভিলাশ দেখায় আর দাতাগোষ্ঠী দ্বারা প্রেরিত অর্থের বঞ্চনার স্বীকার কোটি কোটি বাংলাদেশী দারিদ্রের কষাঘাতে পিষ্ট হয়।
এ থেকে উত্তরনের কি কোন পথ নেই?আছে- বিপ্লব।১৭৮৯ এর ফরাশি বিপ্লব;১৯২৭ এর রুশ বিপ্লব;১৯৫০ এর চিন বিপ্লব ;ফিদেল কাস্ত্রো এর কিউবা বিপ্লব এর মত বিপ্লব করতে হবে।
পুঁজিবাদসদৃশ এ অব্যবস্থাকে রুখতে হবে। সাম্যবাদি আদর্শরকে সামনে রেখে শ্রেণী বিভেদ বিহীন সমাজ গড়ে তুলতে হবে।তবেই উন্মেষ ঘটবে প্রকৃত মুক্তির,প্রকৃত স্বাধীনতার।
বিপ্লব দীর্ঘজীবী হোক।শ্রেণী সংগ্রাম উজ্জীবিত হোক।বুর্জেয় সমাজ নিপাত যাক।সাম্যবাদের জয় হোক।কমরেডরা সক্রিয় হোক।সবাইকে লাল সালাম।
LONG LIVE REVOLUTION.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


