আজ মনটা খুব খারাপ ।সকাল থেকেই তার কথা মনে পড়ছে ।কষ্ট গুলোকে তাই আজ শব্দমালায় রুপান্তরিত করলাম ---------
শুধু ভালবাসা জানে
--------------------------------------
নৈঃশব্দ ও জানে না তুমি ডেকেছ আমাকে
খুব সন্তর্পণে আমিও দিয়েছি সাড়া ;
এখানে প্রতীক্ষা জেগে থাকে ইন্টারনেটে
প্রোগ্রামারের মতো উৎসুক , দেখি
উজ্জ্বল ধাতব খণ্ড বিদ্যুত মুহূর্তে সংগীতময় ।
ধোঁয়া ধোঁয়া অনচ্ছ শরীরে তার
কোথায় বজ্র লুকানো মেঘ ও জানে না ।
বাতাস জানে , শান্ত তার আমন্তণে
প্রহেলিকা কিভাবে ঘটে ?
কেউ কিছু জানে না , শুধু ভালবাসা জানে
ভালবাসাটির মানে ।
কেউ কিছু জানে না , শুধু ভালবাসা জানে
কবে থেকে নিলর্জ্জের মত দাঁড়িয়ে রয়েছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


