যে কবিতা তোমার জন্য লিখব বলে
সহস্র অন্ধিকা অনুসার করে
অনিদ্রা সহন করে আসছি
আজ রাতে জাগরণ ঘটুক তার ।
সিদ্ধহস্ত নীহার প্রাচীর
পরুষ বাস্তবতা ও বীতস্পৃহ বিদ্বেষের
জলস্ফীতি রাহা পেরিয়ে
আজ তার সিদ্ধ অভিষেক ঘটুক।
আমার স্পর্শলোভী শব্দরা জেগে উঠুক ।
আজ এই পূর্ণ অন্ধকার প্রোজ্জল করে
শুধু তোমার জন্য দেবী রুকসমিনী।
তোমার পায়ের চাপে স্ফুরণ হওয়া
সুপ্রভ ধুলো রেণুর জন্যে ।
বর দাও দেবী রুকসমিনী
আমার বুকের মাঝে সুপ্ত থাকা
অবসণ্ণ সত্তাকে জাগাও ধীর সমীরে ।
আজ্ এই অবসন্ন শর্বরী ভেদ করে
জেগে ওঠা অপ্রতীম আসণ্ণ কবিতাটি
তোমারি উৎসর্গে হে দেবী রুকসমিনী ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


