
'কিলার ওয়েল অ্যাণ্ড ডলফিন শো' দেখার পর দুপুর দুইটায় শুরু হলো 'টপ ডেক ডলফিন শো'। আগের শো'টির মতোই এখানেও গানের তালে তালে ডলফিনগুলো ট্রেইনারের নির্দেশমতো খেলা দেখালো।
তবে সত্যি বলতেকি, 'কিলার ওয়েল অ্যাণ্ড ডলফিন শো' এর মতো এই শো টি ততটা আমার কাছে উপভোগ্য হয়নি। এখানে অনেক ডলফিনকে নির্দেশ দিলেও তারা ঠিকমতো তা অনুসরণ করেনি। আর ট্রেইনাররা এখানে নিজে পানিতে নামেনি। আসুন দেখে নেই এই শো এর কিছু ছবি:
১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

এরপর সি-অ্যাকুরিয়ামের পার্কের ভেতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। কারণ পরবর্তী 'ফ্লিপার ডলফিন' শো শুরু হবে দুপুর তিনটায়।
১.

২.

৩.

৪.

এখানে শার্ক-কে খাওয়ানো হচ্ছে। পানি অত্যধিক ঘোলাটে হওয়ায় ছবিতে শার্কগুলোকে বোঝা যাচ্ছেনা।
১.

২.

এরপর চললাম 'ফ্লিপার ডলফিন' শো দেখার উদ্দেশ্যে

'ফ্লিপার ডলফিন' শো দেখার পথে

'ফ্লিপার ডলফিন' শো এর ছবিগুলো দেখে নেই তাহলে:
১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

২০.

২১.

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

২৭.

এই ফ্লিপার ডলফিনকে নিয়েই সত্য ঘটনা অবলম্বনে 'ফ্লিপার' মুভিটি তৈরি করা হয়েছিল।
পর্ব ৩
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




