এই নিম্ন মানের গ্রুপ ।
কারণ খুবই সোজা ঝামেলা বাড়ে ।
অবশ্য একদিকে চিন্তা করলে এর সুফলতা এই যে, একটি সুসংগঠিত সংঘ গঠিত হয় ।
কিন্তুএর অসুবিধা গুলি চাপা পড়ে যায় না । এক হল কি হল এটা করে ? একটি নতুন URL আসল, আমরা কতগুলি URL মনে রাখতে পারি, হা হা হ

মানুষ ইচ্ছে করলেই পারে, কিন্তু অযথা কোন মানেই হয় না ।
আর যে ফিচার যোগ করা হয়েছে , তার ব্যবস্থা আমরা নিজেদের ব্লগে ''আমার বিভাগসমূহে কেই'' তুলনা দিতে পারি ।
শুধু''পছন্দে লিংক''গুলোতে সদস্যদের লিংক দেওয়া এতে কি এক আহামরি, অবস্থা হল !
[গাঢ়]আমি অবশ্যই সামহোয়ারইনকে স্বাগতম জানাব যদি তারা গ্রুপ ব্লগিংকে ইয়াহু গ্রুপিং এর পর্যায়ে ফেলে অথার্ত এর সুযোগ সুবিধা যেন ইয়াহু গ্রুপ এর সাথে মিলে ।[/গাঢ়] তবেই না আমরা সুবিধা মত সব কিছু বাংলা করতে পারব । আমরা ইয়াহু গ্রুপ থেকে যা সুবিধা পেয়ে থাকি তা যদি সামহোয়ার গু্রপ থেকে পেয়ে থাকি তবেই ব্ললতে পারি, সত্যিকার অর্থের সাফল্য ।
তাছাড়া এতে ব্লগে দলাদলির অবস্থা এসে যাবে, কিছু নির্দিষ্ট সংখ্যাক ব্লগার নিদির্ষ্ট সংখ্যার ব্লগারের কাছ থেকে ঘুরে আসবে বাকি আউট অফ .... । আমি এ জন্যই রাজনীতিতে কোন একক তন্ত্র মন্ত্র বিশ্বাস করি না, আমি বহুতন্ত্রে বিশ্বাসী, যাতে সবাই এক হয়ে উন্নতির পথে এগুতে পারে, অনেকটা রাশিয়ার মত, অনেকটা বিৃটেন এর মত আর বেশীর ভাগটাই অস্ট্রিয়ার মত ।
[গাঢ়]শুধু শুধু একটি অনর্থক ফিচার যোগ করা হয়েছে, সেই কথা আমি বলব না । [গাঢ়] তবে তার মান নিম্ন । আর উন্নত আপডেট দিয়ে ফিচারটি ছাড়লে অনেক ভাল হত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



