জামার্ন ভাষা সাধারণত জামানর্ীতে , অস্ট্রিয়ায়, লিখটেনস্টাইনে, লুক্সেমবুর্গে, সুইজারল্যান্ডের দুই তৃতীয়াংশে, সুড থিরোলে (ইটালীর একটি বিভাগ), বেলজিয়াম এর ইস্ট কেনটসে এবং নর্ডশলসভিগ (ডেনমার্ক) এ ।
কিছু জামার্ন ভাষাভাষীর মানুষ রোমেনিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরী এবং রাশিয়াতে এবং কাজাকিস্তান পাওয়া যায় ।
পতর্ুগাল, স্পেন, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, স্ক্যানডিনাভিয়া এবং সাইবেরিয়ায় অনেক বিদেশী জামার্ন ভাষাভাষীর মানুষ পাওয়া যায় ।
ইউরোপের বাইরে সোভিয়েত ইউনিয়নে আর সবচেয়ে বেশী জামার্ন ভাষাভাষীর অঞ্চল হিসেবে ইউ.এস. প্রধান স্থান দখল করেছে । ব্রাজিল এবং আর্জেন্টিনায় 200 বছর পূর্বে মিলিয়নের উপরে জামার্ন ভাষাভাষীর সংখ্যা ছিল কিন্তু পরবতর্ীতে এই ভাষায় চর্চার গুরুত্ব কমে যাওয়ায় সংখ্যাও অনেক অনেক কমে আসে । জামার্ন ভাষাভাষীদের একটি ক্ষুদ্র সংখ্যাগরিষ্ঠতা নামিবিয়াতে পাওয়া যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



