প্রথমেই বলি, বিশেষ কতগুলো কারণে আমি বলব না, যে এটি আমার অনুবাদ নাকি আমার নিজের উদ্ভাবিত । কারণটা খুবই জরুরী বিধায়, আমি এই ব্যাপারে কোন উক্তি করতে রাজী নই ।
ত্রিভুজ তুমি মনে হয় প্রোগ্রামার বা ওয়েব ডেভলপার, তোমার পেশা অনুযায়ী তোমাকে মনোযোগী হতে হবে যে কোন বিষয়ে সেটা পড়ালেখা, কাজ কিংবা যে কোন বিষয় হতে পারে । অধৈর্য হলে তো চলবে না ! আমি যদি এই লেখা শেষ করতে চাই অথার্ত এই লেখার শেষ যদি দ্রুত পেতে চাও তাহলে অনেক সময় অপেক্ষা করতে হবে । তাহলে চিন্তা করে দেখ এই লেখার দৈর্ঘ্য কতটুকু হবে ।এই লেখার প্রতিটি পর্বে তুমি রোমাঞ্চের সাধ পাবে, এই ব্যাপারে আমি তোমাকে কথা দিচ্ছি, ব্যাপারটা অনেকটা শ্বাসরুদ্ধকর হয়ে দাড়াবেঁ ।
যদি এটা কল্পনা করতে পার সাথে সাথে তাহলে সত্যিকারের পরিপূর্ণতা পাবে এই লেখার অথার্ত এটি যদি তুমি দেখতে পেতে তাহলে হয়ত উত্তেজনা বেশী পেতে আর লেখা পড়ার কারণে এর থেকে কম পাওয়া যায় উত্তেজনা সুতরাং তোমাকে কল্পনার আশ্রয় নিতে হবে ।
এতটুকুই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



