পথোৎসব,শব্দটিই যেন কেমন,শব্দটি শুনলে অনেক দিন আগের অনেক স্মৃতি মনে পড়ে যায়।আমি যেই ছোট মফস্বল শহরে বেড়ে উঠেছিলাম সেখানে প্রতি বৈশাখ মাসে ৩ দিন ব্যাপী মেলা বসতো,রাস্তার উপরে বসা সেই মেলা দেখতে দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসতো,ছোট ছোট বাচ্চাদের পদভারে মুখরিত থাকতো মেলা প্রাঙ্গন।সেই ছোট ছোট চোখে ছিল অনেক আবদার,কারো আবদার পূরণ হতো কারোটা হতো না।জিলাপি,মিস্টি তথা নানা রকম হাতে বানানো সন্দেশের গন্ধে মৌ মৌ করত বাতাস,ছিল ছোট খাট সার্কাস সহ নানা রকম মনোরঞ্জনের ব্যবস্থাও।পথোৎসবের সাথে এভাবেই আমার পরিচয়।
আমি লন্ডনে ক্যালেডোনিয়ান রোডে থাকি।প্রতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এখানে পথোৎসব হয় যেখানে ক্যালেডোনিয়ান রোডের সকল বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।নানা রঙ্গে,নানা সাজে সেদিন ক্যালেডোনিয়ান রোডকে সাজানো হয়।হরেক রকম খাবারের ঘ্রাণ,মিষ্টি পানীয়,রকমারি ফলাদি বাদ ছিল না কিছুই,অনেকটা আমাদের বাংলাদেশের মেলার মতই,হয়তোবা উপস্থাপনের মধ্যে কিছুটা ভিন্নতা ছিল। আমার আজকের পোস্টে আমি এই ক্যালেডোনিয়ান রোড ফেস্টিভ্যাল এর কিছু ছবি তুলে ধরবো.........
পরিশেষে কিছু কথা না বলে পারছি না।আমার ৭বছরের ঢাকার জীবনে ভাড়াটিয়া হবার সুবাদে আমি খিলগাঁও,রামপুরা,মোহাম্মাদপুরের ৫-৬ টি বাসায় ভাড়া থেকেছি।একই রোড,পাড়া কিংবা মহল্লার কাউকে চেনা তো দূরের কথা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরকেও ঠিকমত চিনতাম না।আমি নিজে যে মানুষটা এরকম সেটা কিন্তু না,নিষ্ঠুর ঢাকা শহরের নিষ্ঠুর সম্পর্কগুলোই আমাকে এরকম করতে বাধ্য করেছিল।ইট-কাঠের শহরের সম্পর্কগুলো কেবল প্রয়োজন বুঝে আবর্তিত হত। আবেগ,ভালোবাসা,প্রতিবেশীর সাথে সু-সম্পর্ক এখানে মূল্যহীন।মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই কথাগুলো এখানে কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ,বাস্তবে এর কোন অস্তিত্ব নেই।অথচ ভাবতে কষ্ট হয়,আমি ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছি যেখানে প্রতিবেশিদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে আনন্দে আমাদের ঘুম হারাম হয়ে যেত,আমাদের হিন্দু প্রতিবেশিদের পূজার প্রসাদ না খেলে মনে হত ভাত হজম হবে না।এখন প্রশ্ন হচ্ছে দোষটা কি ঢাকা শহরের নাকি শহরের মানুষের ?আমার মনে হয় দোষটা আমাদের,আমরা কি পারি না পরস্পরের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে,আমারা কি পারি না এমন একটি পথোৎসবে একই রোডের সব বাসিন্দারা মিলিত হতে ??? "আশে-পাশের মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করলে আনন্দ দ্বিগুণ হয় আর দুঃখ ভাগাভাগি করলে অর্ধেক হয়" আমরা কি পারি না এই মন্ত্রে দীক্ষিত হতে ????
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




