বাংলা বর্ণমালার বিভীষিকা দূর করা হোক (প্রা.আ.তৃ.কি.)
ং ঙ
উপরের বর্ণ দু'টি দেখুন ং আর ঙ । এদের উচ্চারণ প্রায় ৯৮% একই রকম । কিন্তু এরা আলাদা বর্ণ আমাদের প্রিয় বর্ণমালায়। একটিকে বেছে নিয়ে কী বর্ণমালাকে বিভীষিকামুক্ত করা যায় না।
প্রিয় ব্লগার বন্ধুরা, একটু ভাবুন।
আর একটু ভাবুন।
আমরা না জাগলে তো সকাল হবে না।
আমাদের ভাষাকে আমাদেরই সংস্কার করতে হবে।
সেটা আমাদের এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের সুস্বার্থেই।
আসুন, কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি,
বাংলা ভাষাকে বিভীষিকা মুক্ত করার পথে চলি।
প্রাথমিক আলোচনা তৃতীয় কিস্তি। আপনার সুচিন্তিত মতামত দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



